BGT 2024-25

প্রথম দিনের খেলায় বাদ সাধল বৃষ্টি, ব্রিসবেন টেস্টের বাকি দিনগুলির পূর্বাভাস কেমন?

ভারত বনাম অস্ট্রেলিয়া ব্রিসবেন টেস্টের প্রথম দিনের খেলার প্রায় পুরোটাই ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছে। ব্রিসবেনে ম্যাচের বাকি চার দিনেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৫
Share:

ব্রিসবেন টেস্টের প্রথম দিনের বৃষ্টি। ছবি: সমাজমাধ্যম।

ভারত বনাম অস্ট্রেলিয়া ব্রিসবেন টেস্টের প্রথম দিনের খেলার প্রায় পুরোটাই ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছে। দু’টিরও বেশি সেশনে একটি বলও খেলা হয়নি। ব্রিসবেনে ম্যাচের বাকি চার দিনেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি?

Advertisement

আবহাওয়া সংক্রান্ত এক ওয়েবসাইটের দাবি, রবিবার ব্রিসবেন শুকনো থাকার কথা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাত্র আট শতাংশ। তবে সারা দিনই আকাশ মেঘলা থাকতে পারে। বৃষ্টি আবার ফিরতে পারে সোমবারে। সে দিন ৬৯ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৯০ মিনিট বৃষ্টি হতে পারে। বাকি সময়ে আকাশে রোদ দেখতে পাওয়ার সম্ভাবনা। চতুর্থ দিন বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সে দিন ৮৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা। পঞ্চম দিন বৃষ্টি হতে পারে ৫৬ শতাংশ।

অর্থাৎ যা পূর্বাভাস, তাতে ম্যাচের প্রতি দিনই কোনও না কোনও সময় বৃষ্টি হতে পারে। ক্রিকেট বিশেষজ্ঞেরা মনে করছেন, এই ম্যাচে কোনও ফলাফল হওয়ার সম্ভাবনা কম।

Advertisement

শনিবার ম্যাচের ২৫ মিনিটের মধ্যেই বৃষ্টি নামে। সেই সময় আধ ঘণ্টা খেলা বন্ধ থাকে। আবার খেলা শুরু হয়। তখন আকাশ দীপ বেশ ভাল করছিলেন। ৩৫ মিনিট পর আবার নামে বৃষ্টি। তার পর আর খেলা শুরু করা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement