T20 World Cup 2021

T20 World Cup 2021: রবিবার আফগানিস্তানের বিরুদ্ধেও সতর্ক কিউয়ি অধিনায়ক উইলিয়ামসন

রবিবার গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে আফগানিস্তান ও নিউজিল্যান্ড। সেই ম্যাচে জয় পেলেই সেমিফাইনালে পৌঁছে যাবেন উইলিয়ামসনরা। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ২০:০৫
Share:

আফগান ম্যাচ নিয়ে কী বললেন উইলিয়ামসন ফাইল চিত্র।

জমে উঠেছে বিশ্বকাপের গ্রুপ ২-এর লড়াই। শেষ চারে যাওয়ার জন্য লড়ছে তিনটি দল। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তান জিতলে শেষ চারে যাওয়ার সুযোগ তৈরি হবে বিরাট কোহলীদের। রশিদ খানদের বিরুদ্ধে নামার আগে সতর্ক কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন।

Advertisement

শুক্রবার নামিবিয়াকে হারিয়ে উইলিয়ামসন বলেন, ‘‘আফগানিস্তান খুব, খুব শক্তিশালী দল। বিশ্বকাপে ওরা ভাল খেলেছে। ওদের দলে ম্যাচ জেতানোর অনেক লোক রয়েছে। ওদের সঙ্গে খেলার জন্য মুখিয়ে রয়েছি।’’ কিউয়ি অধিনায়কের কথাতেই স্পষ্ট, রশিদ খানদের যথেষ্ট সমীহ করছেন তিনি। তাই তাঁদের বিরুদ্ধে সতর্ক হয়ে নামতে চাইছেন।

ম্যাচের সেরা জিমি নিশামের মুখে শোনা গিয়েছে ভারত প্রসঙ্গ। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে তাঁকে প্রশ্ন করা হয়, নামিবিয়ার বিরুদ্ধে ভারতের ১৪০ কোটি মানুষের সমর্থন ছিল। তাতে তাঁরা কতটা চিন্তিত ছিলেন। তার জবাবে অবশ্য নিশাম বলেন, ‘‘আমরা ০.১ শতাংশও চিন্তা করিনি। কারণ আমাদের নিজেদের ম্যাচের কথা ভাবতে হবে। আমাদের সব ম্যাচ জিততে হবে। অন্য দলের কথা ভাবলে চলবে না।’’

Advertisement

রবিবার গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে আফগানিস্তান ও নিউজিল্যান্ড। সেই ম্যাচে জয় পেলেই সেমিফাইনালে পৌঁছে যাবেন উইলিয়ামসনরা। তবে হারলে ছবিটা আলাদা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement