রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র।
এশিয়ান গেমসে দ্বিতীয় বার হচ্ছে ক্রিকেট। প্রথম বার অংশ নিচ্ছে ভারত। মহিলাদের লড়াইয়ে সোনা এসেছে। পুরুষদের দলের লড়াই শুরু হবে ৩ অক্টোবর। হরমনপ্রীত কৌরেরা চ্যাম্পিয়ন হওয়ার পর প্রত্যাশা বাড়বে রুতুরাজ গায়কোয়াড়দের উপরেও। বেঙ্গালুরুতে ফোন করে চাপ বাড়িয়ে দিয়েছেন মহিলা দলের অন্যতম সদস্য জেমাইমা রডরিগেজ।
শ্রীলঙ্কাকে ফাইনালে হারানোর পর জেমাইমা বলেই দিলেন, তাঁদের পর সোনা জিততে হবে ছেলেদের দলকেও। তিনি বলেছেন, ‘‘সোনা জয়ের পর ছেলেদের দলের সঙ্গে আমাদের কথা হয়েছে। ওদের বলেছি, আমরা সোনা নিয়ে ফিরছি। তোমাদেরও সোনা নিয়ে ফিরতে হবে।’’ এশিয়ান গেমসে সোনা জয়ের অনুভূতি নিয়ে বলেছেন, ‘‘দারুণ লাগছে। সোনা জিততে পারা সব সময় একটা বিশেষ ব্যাপার। ভারতের প্রথম ক্রিকেট দল হিসাবে সোনা জিতলাম আমরা। একটা ইতিহাস তৈরি হল। শুধু তাই নয় এশিয়ান গেমসে মহিলা ক্রিকেটের ইতিহাসে আমরাই প্রথম দল হিসাবে সোনা জিতলাম। এই অনুভূতি কথায় বলা সম্ভব নয়।’’
এশিয়ান গেমসের অভিজ্ঞতা নিয়ে জেমাইমা বলেছেন, ‘‘জাতীয় দলের জার্সি সব সময় ভীষণ গর্বের। একটা নতুন অভিজ্ঞতা হল আমাদের। এই ধরনের গেমসে দেশের জার্সি পরে খেলার সুযোগ পেলাম। পাশাপাশি, দেশের পদক তালিকাতেও আমাদের অবদান থাকল।’’
শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন জেমাইমা। তাই সোনার পদক তাঁকে বাড়তি তৃপ্তি দিচ্ছে। তাঁর আশা, রিঙ্কু সিংহেরাও নিরাশ করবেন না ক্রীড়াপ্রেমীদের।
গ্রাফিক: সৌভিক দেবনাথ।