স্মৃতি মন্ধানা। —ফাইল চিত্র।
মহিলাদের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার স্মৃতি মন্ধানা। ভারতীয় দলের সহ-অধিনায়কের ভক্তের সংখ্যা কম নয়। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছেন তাঁর গুণমুগ্ধেরা। এশিয়ান গেমসের গ্যালারিতেও দেখা মিলল তাঁর এক চিনা ভক্তের।
ভারত-শ্রীলঙ্কা ফাইনালে সন্ধান পাওয়া গেল মন্ধানার চিনা ভক্তের খোঁজ। সোমবার গ্যালারিতে চিনের ক্রীড়াপ্রেমী ছিলেন হাতে গোনা কয়েক জন। তাঁদের মধ্যেই এক যুবক আলাদা ভাবে নজর কেড়ে নিয়েছেন। হাতে লেখা একটি পোস্টার নিয়ে মহিলাদের ক্রিকেট ফাইনাল দেখতে এসেছিলেন তিনি। সেই পোস্টারে লেখা ছিল, ‘‘মন্ধানা দ্য গডেস’’। চিনের ওই মন্ধানাপ্রেমী ভারতীয় দলের সহ-অধিনায়ককে একে বারে ঈশ্বরের জায়গায় বসিয়ে দিয়েছেন। স্বাভাবিক ভাবেই এশিয়ান গেমসের আসরে মন্ধানার চিনা ভক্ত আলাদা ভাবে নজর কেড়ে নিয়েছেন।
মন্ধানার নাম লেখা পোস্টার নিয়ে জুন ইউ। ছবি: টুইটার।
মন্ধানার নাম লেখা পোস্টার নিয়ে মাঠে আসা চিনের ওই ক্রীড়াপ্রেমীর নাম জুন ইউ। তাঁর ইচ্ছা মন্ধানার সঙ্গে দেখা করে সই নেওয়া। তাঁর এই ইচ্ছাপূরণ হয়েছে কিনা, তা জানা যায়নি। পৃথিবীর বিভিন্ন ক্রিকেট খেলিয়ে দেশে মন্ধানার ভক্তেরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। চিনের ক্রিকেট জনপ্রিয় খেলা নয়। সেখানেও রয়েছেন মন্ধানার ভক্ত।
হরমনপ্রীত কৌর খেলতে না পারায় এশিয়ান গেমসের প্রথম দু’ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন মন্ধানা। সোমবার ফাইনালেও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন মন্ধানা। ৪টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ৪৫ বলে ৪৬ রানের ইনিংস খেলেছেন তিনি। দ্বিতীয় উইকেটের জুটিতে জেমাইমা রডরিগেজের সঙ্গে তুলেছেন ৭৩ রান। কঠিন উইকেটে ভারতের অন্যতম সেরা মহিলা ব্যাটারের ইনিংসের প্রশংসা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞেরা।
গ্রাফিক: সৌভিক দেবনাথ।