WB HS Vocational 2025

প্রকাশিত ২০২৫-এর উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক পরীক্ষার দিনক্ষণ, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

থিয়োরি পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে, চলবে ১টা ১৫ পর্যন্ত। এই সূচি প্রয়োজনে পরিবর্তন করা হলে তা নির্ধারিত সময়ের মধ্যেই জানিয়ে দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১২:২৫
Share:

ছবি: সংগৃহীত।

উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক পরীক্ষার রুটিন প্রকাশ করল পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদ (ডব্লিউবিএসসিটিভিইএসডি)। ৩ মার্চ থেকেই শুরু হচ্ছে থিয়োরি পরীক্ষা। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এগ্রিকালচার, হোম সায়েন্স, হেলথ কেয়ার সায়েন্স এবং বিজ়নেস অ্যান্ড কমার্স— এই পাঁচটি শাখার বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।

Advertisement

৩ মার্চ বাংলা, ৪ মার্চ ইংরেজি এবং ৫ মার্চ পরিবেশ বিদ্যা (এনভায়রনমেন্টাল স্টাডিজ়) বিষয়ে পরীক্ষা হবে। ৬ মার্চ থেকে ভোকেশনাল পেপার এবং অ্যাকাডেমিক ইলেক্টিভ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা শেষ হবে ১৭ মার্চ। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে, চলবে দুপুর ১টা ১৫ পর্যন্ত।

তবে ১০ মার্চ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এগ্রিকালচার শাখার ভোকেশনাল পেপার এবং বিজ়নেস অ্যান্ড কমার্স শাখার অ্যাকাডেমিক ইলেক্টিভ বিষয়ের পরীক্ষা একসঙ্গে নেওয়া হবে। ওই দিন প্রথমার্ধে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এগ্রিকালচার শাখার ভোকেশনাল পেপারের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা ১৫ পর্যন্ত এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি শাখার ভোকেশনাল পেপারের দ্বিতীয়ার্ধের পরীক্ষা দুপুর ২টো থেকে বিকেল ৪টে ১৫ পর্যন্ত চলবে। বিজ়নেস অ্যান্ড কমার্স শাখার অ্যাকাডেমিক ইলেক্টিভ বিষয়ের পরীক্ষা শুরু হবে সকাল ১০ টা থেকে, চলবে দুপুর ১টা ১৫ পর্যন্ত।

Advertisement

পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদের (কারিগরি শিক্ষা বিভাগ) তরফে জানানো হয়েছে, পরীক্ষা শুরু হওয়ার প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র দেখার জন্য সময় দেওয়া হবে। এ ছাড়া রেগুলার ক্যান্ডিডেটদের সঙ্গেই ক্যাজুয়াল ক্যান্ডিডেটরাও পরীক্ষা দিতে পারবে। তবে, এই সূচি প্রয়োজনে পরিবর্তন করা হলে তা নির্ধারিত সময়ের মধ্যেই জানিয়ে দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement