Jasprit Bumrah

আইসিসির ক্রমতালিকায় রেকর্ড পয়েন্টে শীর্ষে বুমরাহ, ভাঙল অশ্বিনের নজির

একের পর এক নজির গড়ছেন জসপ্রীত বুমরাহ। আইসিসির ক্রমতালিকায় ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক রেটিং পয়েন্ট পেয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ১৬:০৮
Share:

জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

দল হারলেও নিজের দাপট দেখাচ্ছেন জসপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি টেস্টে ৩০টি উইকেট নিয়েছেন তিনি। দুই দল মিলিয়ে সর্বাধিক উইকেটের মালিক তিনি। আইসিসির ক্রমতালিকায় আগেই এক নম্বরে উঠেছেন বুমরাহ। এ বার সেই জায়গা আরও পাকা করেছেন তিনি। ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক রেটিং পয়েন্ট পেয়েছেন তিনি।

Advertisement

এত দিন বুমরাহের রেটিং পয়েন্ট ছিল ৯০৪। রবিচন্দ্রন অশ্বিনেরও সমান পয়েন্ট ছিল। কিন্তু বুধবার প্রকাশিত আইসিসির নতুন তালিকায় বুমরাহের পয়েন্ট হয়েছে ৯০৭। তার ফলে অশ্বিনকে টপকে গিয়েছেন তিনি। এখনও পর্যন্ত কোনও ভারতীয় বোলার টেস্টে এত রেটিং পয়েন্ট পাননি।

ক্রিকেট ইতিহাসে বোলারদের মধ্যে সর্বাধিক রেটিং পয়েন্টের মালিক সিডনি বার্নস। ৯৩২ রোটিং পয়েন্ট ছিল তাঁর। ৯৩১ রেটিং পয়েন্ট পেয়েছিলেন জর্জ লোম্যান। তবে প্রায় ১০০ বছর আগে তাঁরা এই কীর্তি করেছিলেন। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইমরান খান ৯২২ ও শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার মুথাইয়া মুরলিধরণ ৯২০ পয়েন্ট পেয়েছিলেন। বুমরাহের উপরে রয়েছেন তাঁরা।

Advertisement

মেলবোর্নে দুই ইনিংস মিলিয়ে ন’টি উইকেট নিয়েছেন বুমরাহ। প্রথম ইনিংসে ৯৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন বুমরাহ। তিনি ৫৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। টেস্টে ২০০ উইকেট নেওয়ার মাইলফলকও পার করেছেন তিনি। ৮৪৮৪ বলে ২০০টি টেস্ট উইকেট তুলে নিয়েছেন বুমরাহ। তাঁর থেকে কম বলে ২০০ উইকেট নিয়েছিলেন ওয়াকার ইউনিস (৭৭২৫), ডেল স্টেন (৭৮৪৮) এবং কাগিসো রাবাডা (৮১৫৩)। ২০২৪ সালে ১৩ টেস্টে ৭১টি উইকেট নিয়েছেন বুমরাহ। তাঁর নাম লেখা হয়েছে মেলবোর্নের ‘অনার বোর্ডে’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement