রোজা আহমেদ, তাহসান রহমান খানের গায়েহলুদ? ছবি: সংগৃহীত।
নতুন ভাবে জীবন শুরু করলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা, সঙ্গীতশিল্পী তাহসান রহমান খান। ঢালিউডে এমনই খবর। ফের বিবাহবন্ধনে আবদ্ধ হলেন শিল্পী। প্রকাশ্যে গায়েহলুদের ছবি। তাহাসন বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’কে বলেছেন, বিয়ে এখনও হয়নি, শনিবার সন্ধ্যায় সবটা জানাবেন। এই ছবি শুক্রবার ঘরোয়া অনুষ্ঠানে তোলা।
গায়কের স্ত্রী রূপটান শিল্পী রোজা আহমেদ। দীর্ঘ ১১ বছর মিথিলার সঙ্গে সংসারের পর ২০১৭ সালে যৌথ ভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন তাহসান-মিথিলা। ২০১৯-এর ডিসেম্বরে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা। যদিও মেয়ে আয়রার অভিভাবকত্ব যৌথ ভাবেই পালন করছেন তাঁরা। তবে আয়রা বেশির ভাগ সময় থাকে মায়ের সঙ্গেই।
মিথিলার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আবার নতুন করে নাকি পথ চলা শুরু করতে চলেছেন তাহসান, গুঞ্জন অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল । বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করে, কিছু দিন আগে ঢাকার বনানী অঞ্চলের এক রেস্তরাঁয় জনৈক সংবাদ পাঠিকার সঙ্গে বেশ কিছু ক্ষণ সময় কাটাতে দেখা যায় তাঁকে। সে কথা প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা। ওই মানুষটিই যে তাহসানের জীবনের ‘স্পেশ্যাল পার্সন’— দাবি করছেন অনেকেই। আবার অভিনেত্রী তাসনিয়া ফারিনের সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। যদিও সে সব গুজব উড়িয়ে নতুন জীবন শুরু করলেন তাহসান।