(বাঁ দিকে) চেতেশ্বর পুজারা ও গৌতম গম্ভীর (ডান দিকে)। —ফাইল চিত্র।
অস্ট্রেলিয়ার মাটিতে সফল এক ব্যাটারকে দলে চেয়েছিলেন কোচ গৌতম গম্ভীর। কিন্তু নির্বাচকেরা নাকি তাঁকে নেননি। মেলবোর্নে হারের পর ভারতীয় সাজঘরের পরিবেশ ভাল নেই। তারই মধ্যেই ফাঁস হয়েছে গোপন কথা। মেলবোর্নে দলের খেলায় ক্ষুব্ধ গম্ভীর। যে ভাবে ব্যাটারেরা ব্যর্থ হচ্ছেন, তা ভাল ভাবে নিচ্ছেন না কোচ। তার মাঝেই এই কথা ফাঁস হওয়ায় সাজঘরের পরিবেশ আরও খারাপ হতে পারে।
জানা গিয়েছে, অস্ট্রেলিয়া সফরের দলে চেতেশ্বর পুজারাকে চেয়েছিলেন গম্ভীর। অস্ট্রেলিয়ার মাটিতে পুজারার ভাল ফর্মের জন্য তাঁকে চেয়েছিলেন কোচ। কিন্তু নির্বাচকেরা নেননি পুজারাকে। ২০২৩ সালের জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষ বার খেলেছিলেন পুজারা। সেই ম্যাচে দুই ইনিংসে ১৪ ও ২৭ রান করেছিলেন তিনি। তার পর থেকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি পুজারাকে।
অস্ট্রেলিয়ার মাটিতে ১১টি টেস্টে ৪৭.২৮ গড়ে ৯৯৩ রান করেছেন পুজারা। ২০১৮-১৯ সফরে ১২৫৮ বল খেলে ৫২১ রান করেছিলেন তিনি, যা সর্বাধিক। ২০২০-২১ সিরিজ়েও ৯২৮ বল খেলেছিলেন তিনি। করেছিলেন ২৭১ রান। দু’টি সিরিজ়ই জিতেছিল ভারত। তাতে বড় অবদান ছিল পুজারার। সেই কারণেই হয়তো গম্ভীর তাঁকে চেয়েছিলেন। এমনকি, পার্থে প্রথম টেস্ট জেতার পরেও নির্বাচকদের কাছে পুজারাকে চেয়েছিলেন তিনি। কিন্তু নির্বাচকেরা তাতে কান দেননি।
জাতীয় দলে ব্রাত্য থাকলেও নিয়মিত লাল বলের ক্রিকেট খেলছেন পুজারা। কাউন্টি প্রতিযোগিতার পাশাপাশি রঞ্জি ট্রফিও খেলছেন তিনি। অক্টোবর মাসে রঞ্জিতে দ্বিশতরান করেন তিনি। অর্থাৎ, এখনও ফর্ম রয়েছে তাঁর। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি সিরিজ়ে পার্থে শতরান ছাড়া রান নেই বিরাট কোহলির। তাঁর থেকেও খারাপ ফর্মে রয়েছেন রোহিত শর্মা। এই পরিস্থিতিতে ভারতের এক জন ব্যাটার প্রয়োজন ছিল যিনি এক দিক থেকে ইনিংস ধরবেন। কেরিয়ারে বার বার সেই কাজটা করেছেন পুজারা। সেই কারণেই হয়তো পুজারাকে চেয়েছিলেন গম্ভীর। কিন্তু পাননি।