MS Dhoni

‘ব্যাট চললে জনসংযোগ লাগে না’, ২০ বছর কেন সমাজমাধ্যম তাঁর কাছে ব্রাত্য, ব্যাখ্যা ধোনির

ধোনি সমাজমাধ্যমে তেমন ভাবে সক্রিয় নন। তাঁর জনসংযোগ আধিকারিকেরা বার বার বলার পরেও সমাজমাধ্যমে তাঁকে খুব একটা দেখা যায় না। কেন সে ভাবে সমাজমাধ্যমকে ব্যবহার করেন না তিনি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ১২:৩৬
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

আইসিসির সব ট্রফি জিতেছেন মহেন্দ্র সিংহ ধোনি। আইপিএল জিতেছেন পাঁচ বার। সেই অধিনায়ক সমাজমাধ্যমে তেমন ভাবে সক্রিয় নন। তাঁর জনসংযোগ আধিকারিকেরা বার বার বলার পরেও সমাজমাধ্যমে খুব একটা দেখা যায় না তাঁকে। কেন সে ভাবে সমাজমাধ্যমকে ব্যবহার করেন না তিনি?

Advertisement

২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব ঘটেছিল ধোনির। ২০ বছর পেরিয়ে গিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএলে এখনও খেলেন ধোনি। তিনি বলেন, “সমাজমাধ্যমের খুব একটা ভক্ত নই আমি। আমার বিভিন্ন সময়ে, বিভিন্ন মিডিয়া ম্যানেজার ছিলেন। ২০০৪ সাল থেকে খেলছি। সেই সময় টুইটার (এখন এক্স) জনপ্রিয় হয়নি। পরে ইনস্টাগ্রাম আসে। আমাকে সব ম্যানেজার বলেছিল পিআর (জনসংযোগ) করার জন্য। আমি বার বার একই উত্তর দিয়েছি, ভাল খেললে পিআর লাগে না।”

ভারতের হয়ে অভিষেক ম্যাচে শূন্য করেছিলেন ধোনি। তাতে যদিও কেরিয়ার গড়তে অসুবিধা হয়নি তাঁর। ২০০৭ সালে ধোনির নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। ২০১১ সালে এক দিনের বিশ্বকাপ জিতেছিল তারা। সে বারেও অধিনায়ক ছিলেন ধোনি। ২০১৩ সালে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। সে বারও অধিনায়ক ছিলেন তিনি। ২০১৪ সালে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন ধোনি। ভারতের জার্সিতে শেষ ম্যাচ খেলেছিলেন ২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে। পরে ২০২০ সালের ১৫ অগস্ট সমাজমাধ্যমে পোস্ট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ধোনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement