BGT 2024-25

স্বস্তি ভারতীয় দলে, হাসপাতাল থেকে সাজঘরে ফিরলেন জসপ্রীত বুমরাহ

মধ্যাহ্নভোজের বিরতির পর সতীর্থদের সঙ্গেই মাঠে নামেন বুমরাহ। তবে এক ওভার বল করার পরই মাঠ ছাড়তে হয় তাঁকে। সাজঘরে তাঁকে পরীক্ষা করেন ভারতীয় দলের চিকিৎসক। পরে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ১১:০৯
Share:

জসপ্রীত বুমরাহ। ছবি: এক্স (টুইটার)।

মধ্যাহ্নভোজের বিরতির কিছু পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল জসপ্রীত বুমরাহকে। চোট পাওয়ায় স্ক্যান করাতে তাঁকে নিয়ে যান ভারতীয় দলের চিকিৎসক। চা বিরতির পর ভারতের সাজঘরে দেখা গেল সিডনি টেস্টে ভারতীয় দলের অধিনায়ককে। স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে।

Advertisement

বুমরাহ কোথায় এবং কী ভাবে চোট পেয়েছেন, তা জানা যায়নি। ভারতীয় শিবিরের পক্ষ থেকে কিছু জানা যায়নি। হাসপাতালে যাওয়ার সময় সাজঘরের সিঁড়ি দিয়ে স্বাভাবিক ভাবেই নামতে দেখা গিয়েছে তাঁকে। নিজেই হেঁটে গিয়ে গাড়িতে ওঠেন। যদিও মনে করা হচ্ছে, সম্ভবত গুরুতর কোনও সমস্যা হয়েছে তাঁর। না হলে খেলার মাঝখানে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হত না। তাঁকে মাঠ ছাড়তে হওয়ায় নেতৃত্বের দায়িত্ব নিতে হয় কোহলিকে।

মধ্যাহ্নভোজের বিরতির পর সতীর্থদের সঙ্গেই মাঠে নামেন বুমরাহ। তবে এক ওভার বল করার পরই মাঠ ছাড়তে হয় তাঁকে। সাজঘরে তাঁকে পরীক্ষা করেন ভারতীয় দলের চিকিৎসক। তার পর চোটের জায়গায় স্ক্যান করানোর জন্য তাঁকে সিডনির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্ক্যানের রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে বুমরাহের চোট কতটা গুরুতর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement