যসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।
বল হাতে নামলে একের পর এক নজির গড়ছেন জসপ্রীত বুমরাহ। মেলবোর্নে দ্বিতীয় ইনিংসে পাঁচটি উইকেট নিয়েছেন ভারতীয় পেসার। নজির গড়েছেন তিনি। বুমরাহ ছাপিয়ে গিয়েছেন পাকিস্তানের পেসার শোয়েব আখতারকে।
মেলবোর্নে প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন বুমরাহ। টেস্টে এক ইনিংসে ১৩ বার পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন বুমরাহ। টেস্টে আখতার ১২ বার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছিলেন। আখতারকে ছাপিয়ে গিয়েছেন বুমরাহ। কেরিয়ারে ৪৬টি টেস্টে ১৭৮টি উইকেট নিয়েছিলেন আখতার। ৪৪টি টেস্টে ২০৩টি উইকেট নিয়েছেন বুমরাহ।
শুধু আখতার নন, একই সঙ্গে শ্রীলঙ্কার চামিন্ডা ভাস ও অস্ট্রেলিয়ার মিচেল জনসনের নজিরও ভেঙেছেন বুমরাহ। তাঁরাও টেস্টে ইনিংসে ১২ বার পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছিলেন। বুমরাহ ছুঁয়েছেন ওয়েস্ট ইন্ডিজ়ের মাইকেল হোল্ডিং ও পাকিস্তানের সাকলিন মুস্তাককে। তাঁরাও ১৩ বার এই কীর্তি করেছেন।
টেস্টে এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট সবচেয়ে বেশি বার নিয়েছেন শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরণ। ৬৭ বার এই কীর্তি করেছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। ৩৭ বার এই কীর্তি রয়েছে তাঁর। পেসারদের মধ্যে ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট সবচেয়ে বেশি নিয়েছেন রিচার্ড হেডলি। ৩৬ বার এই কীর্তি রয়েছে নিউ জ়িল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারের।