(বাঁ দিকে) লোকেশ রাহুল ও আথিয়া শেট্টি (ডান দিকে)। —ফাইল চিত্র।
মেলবোর্নে দ্বিতীয় ইনিংসে রান পেলেন না লোকেশ রাহুল। তিন নম্বরে ব্যাট করতে নেমে পাঁচ বল খেলে শূন্য রানে ফিরলেন তিনি। রাহুল আউট হওয়ার পরে গ্যালারিতে বসে কী করলেন স্ত্রী আথিয়া শেট্টি।
রোহিত শর্মা আউট হওয়ার পরে ব্যাট করতে নামেন রাহুল। তিনি যখন নামছিলেন তখন মুখে হাসি ছিল আথিয়ার। প্রথম চারটি বলে ডিফেন্স করেন রাহুল। পঞ্চম বলটিতেও ডিফেন্স করার চেষ্টা করেন তিনি। কিন্তু বল তাঁর ব্যাটের কানায় লেগে স্লিপে যায়। ভাল ক্যাচ ধরেন উসমান খোয়াজা। প্যাট কামিন্সের বলে শূন্য রানে ফেরেন রাহুল।
রাহুল আউট হওয়ার পরেই ক্যামেরা তাক করে আথিয়ার দিকে। দেখা যায়, দু’হাতে মুখ ঢেকে বসে রয়েছেন তিনি। আথিয়ার পাশেই বসেছিলেন অনুষ্কা শর্মা। কোহলি-পত্নীকেও হতাশ দেখায়। চলতি সিরিজ়ে ভাল ফর্মে রয়েছেন রাহুল। তাই শূন্য রানে তিনি ফেরায় কিছুটা অবাকই হন আথিয়া।
সিরিজ়ের শুরু থেকে ওপেন করছিলেন রাহুল। ভাল দেখাচ্ছিল তাঁকে। ভারতের সফল ব্যাটারদের তালিকায় উপরের দিকে ছিলেন তিনি। কিন্তু মেলবোর্নে রোহিত আবার ওপেনিংয়ে ফিরেছেন। ফলে রাহুল তিন নম্বরে ব্যাট করতে নামছেন। প্রথম ইনিংসে শুরুটা ভাল করলেও বড় রান করতে পারেননি রাহুল। দ্বিতীয় ইনিংসে খাতা খুলতে পারলেন না তিনি।