BGT 2024-25

ব্যাটিং ব্যর্থতার খেসারত, মেলবোর্নে কোন পথে অস্ট্রেলিয়ার কাছে হারল ভারত

মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের পঞ্চম দিনের খেলা চলছে। এই টেস্টে তিন রকম ফল হওয়ারই সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, দু’দলের যে কেউ ম্যাচ জিততে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ০৪:৩৯
Share:

যশস্বী জয়সওয়াল। —ফাইল চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১১:৫৭ key status

হার ভারতের

১৩ ওভার বাকি থাকতেই অল আউট হয়ে গেল ভারত। ১৮৪ রানে হারলেন রোহিত শর্মারা।

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১১:৪৩ key status

আউট আকাশ দীপ

৭ রান করে বোলান্ডের বলে আউট আকাশ দীপ। অষ্টম উইকেট হারাল ভারত।

Advertisement
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১১:১৫ key status

যশস্বীর আউট ঘিরে বিতর্ক

কামিন্সের বলে ৮৪ রানের মাথায় আউট যশস্বী। কিন্তু তাঁর আউট ঘিরে বিতর্ক রয়েছে। মাঠের আম্পায়ার আউট দেননি। রিভিউতে খালি চোখে দেখে মনে হচ্ছিল, বল যশস্বীর গ্লাভসে লেগেছে। কিন্তু স্নিকোমিটারে কিছু ধরা পড়েনি। তার পরেও তৃতীয় আম্পায়ার খালি চোখের ভরসায় আউট দেন। আম্পায়ারের সিদ্ধান্ত মানতে পারেননি ভারতীয় ব্যাটার। 

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১০:৪৩ key status

আউট নীতীশ রেড্ডি

প্রথম ইনিংসে শতরান করলেও দ্বিতীয় ইনিংসে রান পেলেন না নীতীশ। নেথান লায়নের বলে ১ রান করে ফিরলেন তিনি। 

Advertising
Advertising
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১০:২৯ key status

আউট রবীন্দ্র জাডেজা

স্কট বোলান্ডের বলে ২ রান করে আউট জাডেজা। চাপ বাড়ল ভারতের উপর। 

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১০:১৮ key status

বাজে শট খেলে আউট পন্থ

১০৩ বল ধরে ধৈর্য দেখাচ্ছিলেন পন্থ। তাই হয়তো ট্রেভিস হেডের হাতে বল দিয়ে ফাঁদ পেতেছিল অস্ট্রেলিয়া। সেই ফাঁদে পা দিলেন পন্থ। হেডের বলে বড় শট মারতে গেলেন। বাউন্ডারিতে ভাল ক্যাচ ধরলেন মিচেল মার্শ। ১০৪ বলে ৩০ রান করে আউট পন্থ। ১২১ রানে ভারতের চতুর্থ উইকেট পড়ল। 

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ০৯:৪২ key status

চা বিরতিতে কিছুটা স্বস্তিতে ভারত

দ্বিতীয় সেশনে উইকেট পড়েনি ভারতের। ৭৯ রান যোগ করেছেন যশস্বী ও পন্থ। দু’জনেই অপরাজিত রয়েছেন। ফলে চা বিরতিতে কিছুটা স্বস্তিতে রয়েছে ভারত। 

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ০৯:২১ key status

ম্যাচ বাঁচাতে লড়ছেন ‘অপরিচিত’ যশস্বী, পন্থ

খেলার ধরন বদলে দিয়েছেন ভারতের দুই ব্যাটার। নিজেদের স্বাভাবিক খেলা খেলছেন না তাঁরা। বোঝা যাচ্ছে, ম্যাচ বাঁচাতে লড়ছেন দুই বাঁহাতি। 

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ০৮:৪৮ key status

অর্ধশতরানের জুটি যশস্বী-পন্থের

পর পর তিন উইকেট পড়ার পরে ভারতের ইনিংস সামলেছেন যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থ। নিজেদের স্বাভাবিক আক্রমণাত্মক ব্যাটিং করছেন না তাঁরা। বল দেখে খেলছেন। অর্ধশতরানের জুটি হয়েছে তাঁদের। ভারতকে লড়াইয়ে রেখেছেন এই দুই ব্যাটার। 

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ০৮:৪৬ key status

যশস্বীর অর্ধশতরান

রোহিত, কোহলিরা না পারলেও ভরসা দিচ্ছেন যশস্বী। ধৈর্য ধরে খেলছেন তিনি। ১২৮ বলে অর্ধশতরান করেছেন তিনি। প্রথম ইনিংসে ৮২ রান করেছিলেন যশস্বী। দ্বিতীয় ইনিংসেও ভাল দেখাচ্ছে তাঁকে।

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ০৮:২৭ key status

পাল্টা লড়াই যশস্বীর

রোহিত, কোহলিরা রান না পেলেও ক্রিজ়ে রয়েছেন যশস্বী জয়সওয়াল। পাল্টা আক্রমণ করছেন তিনি। সঙ্গে রয়েছেন ঋষভ পন্থ। ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দুই ব্যাটার। 

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ০৭:০২ key status

আউট বিরাট কোহলি

ধৈর্য হারালেন বিরাট কোহলি। শুরুতে অফ স্টাম্পের বাইরের বল ছাড়ছিলেন। কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির আগে মিচেল স্টার্কের একটি বাইরের বল খেলার লোভ ছাড়তে পারলেন না। ৫ রানের মাথায় খোঁচা মেরে স্লিপে আউট হলেন তিনি। ৩৩ রানে ৩ উইকেট হারাল ভারত।  

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ০৬:২০ key status

এক ওভারে জোড়া ধাক্কা কামিন্সের

এক ওভারে ভারতকে চাপে ফেলে দিলেন কামিন্স। রোহিতের পর লোকেশ রাহুলকেও আউট করলেন তিনি। শূন্য রানের মাথায় স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন ভারতীয় ব্যাটার। ২৫ রানে দ্বিতীয় উইকেট পড়ল ভারতের। 

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ০৬:১৪ key status

আউট রোহিত শর্মা

শুরুটা সাবধানে করলেও খারাপ শট খেলে উইকেট দিয়ে এলেন রোহিত। প্যাট কামিন্সের বল মিড অনে খেলার চেষ্টা করেন তিনি। বল ব্যাটের কানায় লেগে স্লিপে যায়। দু’বারের চেষ্টা ক্যাচ ধরেন মিচেল মার্শ। ৪০ বল খেলে ৯ রান করে আউট রোহিত। ২৫ রানে প্রথম উইকেট হারাল ভারত। 

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ০৬:০৩ key status

প্রথম ঘণ্টায় সাবধানি ব্যাটিং ভারতের

প্রথম ঘণ্টায় সাবধানি ব্যাটিং রোহিত ও যশস্বীর। তাড়াহুড়ো করেননি তাঁরা। কিছু বলে সমস্যা হলেও বেশির ভাগ বল ব্যাটের মাঝে খেলার চেষ্টা করেছেন। তার ফলে অনেক চেষ্টা করেও ওপেনিং জুটি ভাঙতে পারেননি অস্ট্রেলিয়ার বোলারেরা। প্রথম ঘণ্টায় ভারতের রান ১৫ ওভারে বিনা উইকেটে ২২। যশস্বী ১০ ও রোহিত ৮ রান করে খেলছেন। 

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ০৫:২৯ key status

বল পুরনো করার চেষ্টায় রোহিতেরা

নতুন বলের বিরুদ্ধে সময় নিচ্ছেন ভারতের দুই ব্যাটার। রোহিতেরা চেষ্টা করছেন, অফ স্টাম্পের বাইরের বল ছাড়ার। নতুন বল পুরনো করার চেষ্টা করছেন ভারতের দুই ব্যাটার। এখনও পর্যন্ত সেই কাজে সফল তাঁরা। 

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ০৫:১৫ key status

শুরুতে কঠিন পরিস্থিতির সামনে রোহিতেরা

অস্ট্রেলিয়ার পেসারদের সামনে কঠিন পরিস্থিতিতে রোহিত ও যশস্বী। নতুন বলের বিরুদ্ধে লড়তে হচ্ছে তাঁদের। বল মারার পাশাপাশি ছাড়ার দিকেও নজর দিচ্ছেন ভারতীয় ব্যাটারেরা।

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ০৪:৫৮ key status

শুরু ভারতের ইনিংস

ব্যাট করতে নামলেন ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা। শুরুটা ভাল করতে চাইছেন তাঁরা। 

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ০৪:৫২ key status

শেষ অস্ট্রেলিয়ার ইনিংস

সেই যসপ্রীত বুমরাহের হাতেই শেষ হল অস্ট্রেলিয়া। নেথান লায়নকে বোল্ড করলেন তিনি। ইনিংসে ৫ উইকেট নিলেন বুমরাহ। ভারতের জয়ের জন্য দরকার ৩৪০ রান। 

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৭ key status

খেলা শুরু

মেলবোর্নে শুরু হয়েছে পঞ্চম দিনের খেলা। অস্ট্রেলিয়ার রান ৯ উইকেটে ২২৮। ভারতের থেকে ৩৩৩ রানে এগিয়ে তারা। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement