যশপ্রীত বুমরা। —ফাইল চিত্র।
আমদাবাদে ‘কোল্ডপ্লে’র অনুষ্ঠানে জসপ্রীত বুমরাহ। চোটের কারণে আপাতত ক্রিকেট থেকে দূরে তিনি। ভারতীয় পেসারকে সম্মান জানালেন ‘কোল্ডপ্লে’ ব্যান্ডের মূল গায়ক ক্রিস মার্টিন। ব্রিটিশ ব্যান্ড মঞ্চে বুমরাহের জার্সি রেখে গানও গাইল।
রবিবার বুমরাহকে উৎসর্গ করে গানও গাইলেন মার্টিন। মজা করা তাঁরা জানালেন, মাঠে বুমরাহ যখন ইংল্যান্ড দলকে ধ্বংস করে, তখন সেটা একদম ভাল লাগে না তাঁদের। ‘কোল্ডপ্লে’র অনুষ্ঠান ছিল আমদাবাদে। বুমরাহের জন্ম সেখানেই। এর আগে মুম্বইয়েও ‘কোল্ডপ্লে’র অনুষ্ঠান হয়েছিল। সেখানে তারা বুমরাহের নাম নিয়েছিল। মনে হয়েছিল বুমরাহ হয়তো সেই অনুষ্ঠানে আসবেন। তবে মুম্বইয়ে বুমরাহকে দেখা না গেলেও আমদাবাদে দেখা গেল ভারতীয় পেসারকে।
‘কোল্ডপ্লে’র অনুষ্ঠানে জসপ্রীত বুমরাহ। ছবি: এক্স।
মুম্বইয়ের শো-এ ‘কোল্ডপ্লে’র অনুষ্ঠানে বুমরাহের বল করার একটি ভিডিয়ো দেখানো হয়েছিল। এ বার আমদাবাদের শো-এ দেখা পেল বুমরাহকেই। তাঁর উদ্দেশে ‘কোল্ডপ্লে’ গাইল, “ও জসপ্রীত বুমরাহ, মাই বিউটিফুল ব্রাদার। দ্য বেস্ট বোলার ইন দ্য হোল অফ ক্রিকেট। উই ডিড নট এঞ্জয় ওয়াচিং ইউ ডেস্ট্রয় ইংল্যান্ড। উইকেট আফটার উইকেট।” যার অর্থ, বুমরাহ বিশ্বের সেরা বোলার। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে উইকেট নিলে সেটা ‘কোল্ডপ্লে’ উপভোগ করে না।
ভারতের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন বুমরাহ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টে চোট পেয়েছিলেন তিনি। যা এখনও ঠিক হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বুমরাহ খেলতে পারবেন কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।