Tilak Varma

অধিনায়কের জায়গাটাই পছন্দ তিলকের, তবে দলের জন্য ছাড়তেও রাজি

ইংল্যান্ডের বিরুদ্ধে শনিবার ৭২ রানে অপরাজিত থাকেন তিলক। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ১৬৫ রান করেছিল। চার বল বাকি থাকতে জয়ের রান তুলে নেয় ভারত। তিলক শনিবার তিন নম্বরেই ব্যাট করতে নেমেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ২১:৩৬
Share:

তিলক বর্মা। —ফাইল চিত্র।

তিন নম্বরে ব্যাট করতে নেমে দু’টি শতরান আছে তিলক বর্মার। ২০২৪ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়ান এবং জোহানেসবার্গে শতরান করেছিলেন তিনি। তিন নম্বর জায়গাটা চেয়ে নিয়েছিলেন। দলের ভরসাও রেখেছিলেন। শনিবার যেমন তিন নম্বরে নেমে দলকে জেতালেন। কিন্তু ভারতের হয়ে তিন নম্বরে ব্যাট করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। সেই জায়গাটাই পছন্দ তিলকের।

Advertisement

চেন্নাইয়ে শনিবার ভারতকে জেতালেন তিলকই। তিনি বলেন, “আমি যে কোনও জায়গায় ব্যাট করতে তৈরি। আইপিএলেও আমি বিভিন্ন জায়গায় ব্যাট করেছি। ভারতের হয়ে করেছি। দক্ষিণ আফ্রিকা সফরের আগে আমি কখনও তিন নম্বরে ব্যাট করিনি। আমার মনে হয় তিন নম্বরে আমি দু’তিন বার ব্যাট করেছি মাত্র। বাকি সময়ে চার, পাঁচ এবং ছয় নম্বরে ব্যাট করেছি। এই জায়গাগুলোয় কী ভাবে ব্যাট করতে হয় জানি। তবে আমি তিন নম্বরে ব্যাট করতে পছন্দ করি। তবে আমি যে কোনও জায়গায় ব্যাট করার জন্য তৈরি। দল যা চাইবে, তা করব।”

ইংল্যান্ডের বিরুদ্ধে শনিবার ৭২ রানে অপরাজিত থাকেন তিলক। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ১৬৫ রান করেছিল। চার বল বাকি থাকতে জয়ের রান তুলে নেয় ভারত। তিলক শনিবার তিন নম্বরেই ব্যাট করতে নেমেছিলেন। গত ম্যাচে যদিও ইডেনে তাঁকে চার নম্বরে ব্যাট করতে হয়েছিল। কিন্তু সূর্যকুমার সেই ম্যাচে তিন নম্বরে নেমে রান করতে পারেননি। চেন্নাইয়ে তিনি তিলককে তিন নম্বর জায়গাটা ছেড়ে দেন। তাতে লাভ হয় ভারতের। আগামী ম্যাচেও তিন নম্বরে ব্যাট করতে দেখা যাবে তিলককে?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement