BCCI

Wriddhiman Saha: সাংবাদিকের নাম জানান ঋদ্ধি, অনুরোধ ক্রিকেটারদের সংগঠনের, বোর্ডকে কড়া পদক্ষেপের আর্জি

গত শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দল ঘোষণার পরে রাতেই হোয়াটসঅ্যাপের একটি স্ক্রিনশট পোস্ট করেন ঋদ্ধিমান। ওই সাংবাদিক ঋদ্ধির সাক্ষাৎকার নিতে চাইছিলেন। ঋদ্ধি পাত্তা না দেওয়াতেই রেগে গিয়ে হুমকি দিতে থাকেন তিনি। ঋদ্ধিমান সেই কথোপকথন নেটমাধ্যমে পোস্ট করার পরেই গোটা দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে।

Advertisement

নিজস্ব  প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২ ১৫:১৯
Share:

ঋদ্ধির পাশে ক্রিকেটারদের সংগঠন ফাইল চিত্র।

ঋদ্ধিমান সাহার পাশে এ বার দাঁড়াল ক্রিকেটারদের সংগঠন ‘ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন’। তাঁদের অনুরোধ, যে সাংবাদিকের বিরুদ্ধে ঋদ্ধি অভিযোগ করেছেন তাঁর নাম প্রকাশ্যে বলুন তিনি। তার পরে তদন্ত করে সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে পদক্ষেপ করুক বিসিসিআই

Advertisement

সম্প্রতি একটি হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট নেটমাধ্যমে প্রকাশ করে ঋদ্ধি অভিযোগ করেন এক সাংবাদিক তাঁকে হুমকি দিয়েছেন। সেই সাংবাদিকের নাম অবশ্য তিনি বলেননি। ঋদ্ধির অভিযোগের পর থেকে উত্তাল ক্রিকেট দুনিয়া। এই প্রসঙ্গে ক্রিকেটারদের সংগঠনের সভাপতি অশোক মলহোত্র এক বিজ্ঞপ্তিতে বলেন, ‘‘ক্রিকেট ও ক্রিকেটারদের উন্নতির পিছনে সংবাদমাধ্যমের ভূমিকা রয়েছে। কিন্তু ঋদ্ধির ক্ষেত্রে যেটা হয়েছে তা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। আমরা সব সময় ক্রিকেটারদের স্বার্থের কথা মাথায় রেখেছি। ঋদ্ধিকে অনুরোধ করছি, তিনি সেই সাংবাদিকের নাম সবাইকে বলুন। তার পরে বিসিসিআই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিক।’’

ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সচিব হীতেশ মজুমদার বলেন, ‘‘ঋদ্ধির প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। এই ধরনের হুমকি কখনওই বরদাস্ত করা হবে না। আমরা সংবাদমাধ্যমকেও ঋদ্ধির সমর্থনে এগিয়ে আসার অনুরোধ করছি। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হোক।’’

Advertisement

গত শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দল ঘোষণার পরে রাতেই হোয়াটসঅ্যাপের একটি স্ক্রিনশট পোস্ট করেন ঋদ্ধিমান। ওই সাংবাদিক ঋদ্ধির সাক্ষাৎকার নিতে চাইছিলেন। ঋদ্ধি পাত্তা না দেওয়াতেই রেগে গিয়ে হুমকি দিতে থাকেন তিনি। ঋদ্ধিমান সেই কথোপকথন নেটমাধ্যমে পোস্ট করার পরেই গোটা দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। একের পর এক প্রাক্তন ক্রিকেটার এবং বিশেষজ্ঞ তাঁর পাশে দাঁড়ান।

ঋদ্ধির পাশে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডও। সূত্রের খবর, ভারতীয় বোর্ডের মধ্যে ক্রিকেটার, নির্বাচক, কোচ, সাপোর্ট স্টাফ এবং আধিকারিকদের সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। তারা জানতে পেরেছে একাধিক ক্রিকেটারের সমস্যা রয়েছে। সেই সমস্যা সমাধানের দিকে নজর দিতে চাইছে বোর্ড। বোর্ডের এক কর্তা বলেন, “শুধু ঋদ্ধির একার ব্যাপার নয়, বোর্ড সকলের সমস্যাই শুনতে চায়। সেই জন্য কোনও নিরপেক্ষ সংস্থাকে প্রয়োজন। তবে সংশ্লিষ্ট সবার অনুমতি লাগবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement