Asia Cup 2023

অর্ধশতরান করে দলকে জিতিয়েও শুভমনের পাকিস্তান-হতাশা যাচ্ছে না

নেপালের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন শুভমন গিল। অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন তিনি। কিন্তু এখনও হতাশা কাটছে না ভারতীয় ওপেনারের। কেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৩৯
Share:

শুভমন গিল। —ফাইল চিত্র

নেপালের বিরুদ্ধে ৬২ বলে ৬৭ রানের ইনিংস খেলেছেন শুভমন গিল। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমে দলকে ১০ উইকেটে জিতিয়েছেন। এশিয়া কাপের সুপার ফোরেও উঠেছে ভারত। কিন্তু এখনও হতাশা যাচ্ছে না শুভমনের। পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থতা ভুলতে পারছেন না তিনি।

Advertisement

পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে শুরু থেকেই নড়বড়ে দেখাচ্ছিল শুভমনকে। ৩২ বলে ১০ রান করে আউট হয়ে যান তিনি। কিন্তু নেপালের বিরুদ্ধে ছন্দে খেলেছেন ভারতের ডান হাতি ব্যাটার। নেপাল ম্যাচের পরে শুভমন বলেন, ‘‘পাকিস্তানের বিরুদ্ধে নিজের ব্যাটিংয়ে আমি হতাশ। সেই হতাশা এখনও কাটছে না। আমার জীবনের সব থেকে বড় ম্যাচ ছিল। সেখানেই ভাল খেলতে পারলাম না। এখনও ভাবছি কোথায় ভুল করলাম।’’

পাকিস্তান ম্যাচে ব্যর্থ হলেও নেপালের বিরুদ্ধে রান করতে পেরে খানিকটা স্বস্তি পেয়েছেন শুভমন। তিনি বলেন, ‘‘নেপালের বিরুদ্ধে রান করাটা খুব দরকার ছিল। সেটা করতে পেরেছি। রোহিত ভাইয়ের সঙ্গে খেলা শেষ করেছি। এই ইনিংস কিছুটা আত্মবিশ্বাস দেবে।’’

Advertisement

নেপালের বিরুদ্ধেও শুরুতে কিছুটা সমস্যায় পড়েন ভারতীয় ব্যাটারেরা। খেলা যত গড়ায় তত আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন দুই ওপেনার। শুরুতে নেপালের বোলারদের বল খেলতে সমস্যা হচ্ছিল বলে স্বীকার করে নিয়েছেন শুভমন। তিনি বলেন, ‘‘শুরুতে ওরা বেশ ভাল বল করছিল। পিচ থেকেও সাহায্য পাচ্ছিল। শট খেলতে সমস্যা হচ্ছিল আমাদের। কিন্তু ধীরে ধীরে নিজেদের স্বাভাবিক খেলা শুরু করি। তার পরে খেলা আমাদের হাতে চলে আসে।’’

এশিয়া কাপের পরে ভারতের বিশ্বকাপের দলেও সুযোগ পেয়েছেন শুভমন। যা পরিস্থিতি তাতে বিশ্বকাপে রোহিতের সঙ্গে তিনিই ওপেন করবেন। নিজের প্রথম বিশ্বকাপে ভাল খেলতে চান শুভমন। ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement