icc world cup 2015

ভারতের বিশ্বকাপের দলে নেই কোনও ডান হাতি স্পিনার, কেন? ব্যাখ্যা রোহিত, আগরকরের

ভারতের বিশ্বকাপের দলে তিন জন বাঁ হাতি স্পিনার রয়েছে। কিন্তু কোনও ডান হাতি অফ স্পিনারকে নেওয়া হয়নি। কেন এই সিদ্ধান্ত? জবাব দিলেন রোহিত শর্মা ও অজিত আগরকর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫০
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র

বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। এশিয়া কাপে যে দল খেলছে সেখান থেকেই তিন জনকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ, নতুন কোনও ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়নি। দলের স্পিন আক্রমণ পুরোটাই বাঁ হাতি। কোনও ডান হাতি স্পিনার নেননি অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। এই সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ রয়েছে তার ব্যাখ্যা দিলেন আগরকর। সঙ্গে আরও অনেক প্রশ্নের জবাব দিলেন অধিনায়ক রোহিত শর্মা।

Advertisement

ভারতের বিশ্বকাপের দলে স্পিনার হিসাবে রয়েছে রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল ও কুলদীপ যাদব। জাডেজা ও অক্ষর বাঁ হাতি অফ স্পিনার। কুলদীপ আবার চায়নাম্যান (বাঁ হাতি লেগ স্পিনার) বোলার। ভারতের হাতে ডান হাতি স্পিনারের বিকল্প হিসাবে রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চহাল ও ওয়াশিংটন সুন্দর ছিলেন। অশ্বিন ও সুন্দর অফ স্পিনার। চহাল লেগ স্পিনার। কিন্তু তাঁদের কাউকে দলে নেওয়া হয়নি। এই প্রশ্নের জবাবে আগরকর বলেন, ‘‘আমরা অনেক আলোচনা করেছি। হাতে অনেক বিকল্প ছিল। কিন্তু আমাদের দেখতে হয়েছে বিশ্বকাপের জন্য সেরা ১৫ জন কারা। জাডেজা, অক্ষরকে খেলানো হয়েছে দলের ব্যাটিং গভীরতা বাড়ানোর জন্য। বাকিদের নিয়ে আলোচনা হলেও ওদের দলে নিতে পারিনি।’’

বিশ্বকাপে নেই কোনও স্ট্যান্ড বাই

Advertisement

এশিয়া কাপে স্ট্যান্ড বাই হিসাবে সঞ্জু স্যামসনের নাম ঘোষণা করলেও বিশ্বকাপে কোনও স্ট্যান্ড বাইয়ের নাম ঘোষণা করেনি ভারত। কেন? এই প্রশ্নের জবাবে আগরকর বলেন, ‘‘এশিয়া কাপের দল থেকে তিলক (বর্মা), প্রসিদ্ধ (কৃষ্ণ) ও সঞ্জু বাদ গিয়েছে। সঞ্জু উইকেটরক্ষক, তিলক ব্যাটার ও প্রসিদ্ধ পেসার। অর্থাৎ, বিশ্বকাপের দলে কাউকে নিতে হলে পরিবর্ত হিসাবে ওদেরই জায়গা আগে হবে। কিন্তু পরিবর্ত তখনই হবে যদি কেউ চোট পান। আমরা সেরা ১৫ ঘোষণা করে দিয়েছি।’’

সুযোগ না পাওয়া ক্রিকেটারদের পাশে রোহিত

জল্পনা হলেও বিশ্বকাপের দলে জায়গা পাননি অশ্বিন, চহাল, সুন্দরেরা। তাঁদের হতাশ না হয়ে তৈরি থাকার পরামর্শ দিয়েছেন অধিনায়ক রোহিত। তিনি বলেন, ‘‘আমরা ১৫ জনের বেশি তো নিতে পারব না। তাই কয়েক জনকে বাদ পড়তেই হবে। কিছু করার নেই। প্রত্যেক প্রতিযোগিতাতেই এটা হয়। আমার ক্ষেত্রেও হয়েছে। আমিও এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। তাই ওদের বলব, হতাশ না হয়ে নিজেকে তৈরি রাখতে। যাতে সুযোগ পেলেই কাজে লাগানো যায়।’’

বোলারদের জোড়া ভূমিকা

রোহিত চাইছেন, বোলারেরা বল করার পাশাপাশি ব্যাট হাতেও দলকে সাহায্য করুক। তিনি বলেন, ‘‘আমাদের ব্যাটিংয়ের গভীরতা বাড়াতে হবে। সেটা তখনই হবে যখন বোলারেরাও ব্যাট করতে পারবে। পাকিস্তানের বিরুদ্ধে শেষ দিকে একটু খেলতে পারলে আরও ১০-১৫ রান হতে পারত। সেটাই হার-জিতের ফারাক গড়ে দেয়। তাই আমি বোলারদের বলেছি, ব্যাট হাতেও ভাল খেলতে হবে ওদের।’’

হার্দিকের ছন্দে খুশি রোহিত

নিজের সহকারী হার্দিক পাণ্ড্যের ছন্দে খুশি রোহিত শর্মা। পাকিস্তানের বিরুদ্ধে ৮৭ রানের ইনিংস খেলেছেন হার্দিক। আবার নেপালের বিরুদ্ধে ৮ ওভার বল করেছেন। উইকেট নিয়েছেন। রোহিত চান, বিশ্বকাপেও এই ছন্দে থাকুন হার্দিক। ভারত অধিনায়ক বলেন, ‘‘গত দু’বছরে হার্দিক অনেক বদলে গিয়েছে। এখন ও অনেক পরিণত। ভাল ব্যাট করছে। দ্রুত গতিতে বল করছে। বিশ্বকাপে হার্দিকের ভাল খেলাটা আমাদের কাছে জরুরি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement