(বাঁ দিকে) লোকেশ রাহুল, ঈশান কিশন (ডান দিকে) —ফাইল চিত্র
পুরো সুস্থ হতে না পারায় এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি লোকেশ রাহুল। বদলে সুযোগ পেয়ে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই নজর কেড়েছেন ঈশান কিশন। তা হলে বিশ্বকাপের প্রথম একাদশে জায়গা হবে কার? সুস্থ হয়ে ফেরা রাহুলের? না কি ছন্দে থাকা ঈশানের? বিশ্বকাপের দল ঘোষণা করে এই প্রশ্নের জবাব দিয়ে দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
বিশ্বকাপের দলে রাহুল ও ঈশান দু’জনের নাম ঘোষণা করার পরে সাংবাদিকেরা প্রশ্ন করেন, তা হলে কাকে প্রথম একাদশে খেলতে দেখা যাবে? জবাবে রোহিত বলেন, ‘‘কে খেলবে সেটা নির্ভর করবে আমরা কাদের বিরুদ্ধে খেলছি, কোন পরিস্থিতিতে খেলছি, এই সব বিষয়ের উপর। যে ম্যাচে যাকে দলে নিলে আমাদের বেশি সুবিধা হবে তাকেই খেলাব। এক দিনের ক্রিকেটে রাহুলের রেকর্ড খুব ভাল। আবার ঈশান পাকিস্তানের বিরুদ্ধে খুব ভাল খেলেছে। পরিণত মানসিকতা দেখিয়েছে। হয়তো দু’জনকেই একসঙ্গে খেলিয়ে দিলাম। সব কিছুই সম্ভব।’’
এশিয়া কাপের দলে থাকলেও প্রথম দু’টি ম্যাচে খেলতে পারেননি রাহুল। হালকা চোট ছিল তাঁর। সেই চোট সেরে গিয়েছে। রাহুলের উন্নতিতে খুশি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক অজিত আগরকর। দল ঘোষণা করার পরে তিনি বলেন, ‘‘রাহুল এখন পুরো সুস্থ। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দুটো ম্যাচ খেলেছে। ৩০-৩৫ ওভার ব্যাট করেছে। ম্যাচে খেলার জন্য ও পুরোপুরি তৈরি।’’
জায়গার জন্য রাহুল ও ঈশানের মধ্যে লড়াইকে ইতিবাচক ভাবে নিতে চান আগরকর। তাঁর কথায়, ‘‘দলে জায়গার জন্য লড়াই তো ভাল কথা। এখন একই জায়গায় খেলার জন্য আমাদের দুটো বিকল্প আছে। এ বার প্রথম একাদশে কে খেলবে তা নির্ভর করছে কোচ ও অধিনায়কের উপর।’’ প্রথম একাদশে থাকার জন্য ক্রিকেটারদের মধ্যে প্রতিযোগিতা চান রোহিতও। ভারত অধিনায়ক বলেন, ‘‘আমি চাই দলের ১৫ জনই ফিট থাকুক। ১৫ জনই খেলার জন্য তৈরি থাকুক। প্রথম একাদশে কারা খেলবে তা নির্ভর করবে ম্যাচের উপর। প্রতি ম্যাচে তা বদলে যেতেও পারে। প্রতি ম্যাচে সেরা একাদশ খেলানোর চেষ্টা করব। তবে তার জন্য সবাইকে তৈরি থাকতে হবে।’’
৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু এক দিনের বিশ্বকাপ। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ১৪ অক্টোবর আমদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবেন রোহিতেরা।