Gautam Gambhir

বুমরাহ নয়, ভারতের নতুন নেতা হিসাবে ২৩ বছরের ক্রিকেটারকে পছন্দ কোচ গম্ভীরের, ভাবছে বোর্ড

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই রোহিত শর্মার নেতৃত্ব প্রশ্নের মুখে। শোনা যাচ্ছে, ইংল্যান্ড সিরিজ়‌ থেকেই নাকি দায়িত্ব নেবেন জসপ্রীত বুমরাহ। তবে গৌতম গম্ভীর নাকি অধিনায়ক হিসাবে অন্য ক্রিকেটারের নাম প্রস্তাব করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ২০:২৩
Share:

গৌতম গম্ভীর। — ফাইল চিত্র।

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই রোহিত শর্মার টেস্টজীবন নিয়ে কাটাছেঁড়া চলছে। শোনা যাচ্ছে, তিনি নেতৃত্ব হারাতে পারেন। ইংল্যান্ড সিরিজ়‌ থেকেই না কি দায়িত্ব নেবেন জসপ্রীত বুমরাহ। তবে রবিবার বোর্ডের একটি বৈঠকের পর দৃশ্যপট বদলে গিয়েছে। গৌতম গম্ভীর নাকি অধিনায়ক হিসাবে যশস্বী জয়সওয়ালের নাম প্রস্তাব করেছেন।

Advertisement

অস্ট্রেলিয়া সফরের পারফরম্যান্স এবং চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকল্পনা নিয়ে শনি এবং রবিবার মুম্বইয়ে বোর্ডকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে প্রধান নির্বাচক অজিত আগরকর, কোচ গৌতম গম্ভীর এবং রোহিত শর্মার। সেখানে নেতা হিসাবে রোহিতের সম্ভাব্য পরিবর্ত হিসাবে বুমরাহের নাম নিয়ে আলোচনা হয়। তবে বুমরাহের ঘন ঘন চোট পাওয়ার প্রবণতা ভাবিয়েছে নির্বাচকদের। তাই বিকল্প নেতা হিসাবে নির্বাচকেরা ঋষভ পন্থের নাম প্রস্তাব করেন।

তবে গম্ভীর তা মানতে চাননি। তিনি যশস্বীকে বেছে নেন। ২৩ বছরের ক্রিকেটার এখনও পর্যন্ত কোনও দলকে নেতৃত্ব দেননি। সেখানে পন্থ ঘরোয়া ক্রিকেটে দিল্লিকে নেতৃত্ব দিয়েছেন। আইপিএলেও দিল্লির নেতা ছিলেন। এ ছাড়া ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়‌েও দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এই অবস্থায় সম্পূর্ণ আনকোরা একজনকে কী ভাবে নেতৃত্বের ভার দেওয়া যায় তা নিয়ে বোর্ডকর্তারাও চিন্তিত। তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে আসতে নারাজ তাঁরা। পুরোটাই ভাবনাচিন্তার স্তরে রয়েছে।

Advertisement

এ দিকে, ৫০ ওভারের ক্রিকেট থেকে রোহিত সরে গেলে সূর্যকুমার যাদব দায়িত্ব নিতে পারেন। তিনি ইতিমধ্যেই টি-টোয়েন্টি দলের অঘোষিত নেতা। সাম্প্রতিক কিছু টি-টোয়েন্টিতে তিনিই দলকে নেতৃত্ব দিয়েছেন। ইংল্যান্ড সিরিজ়‌েও অধিনায়ক তিনি। তবে এখনই সূর্যকুমারের বয়স ৩৪। আর কত দিন তিনি নেতা থাকতে পারবেন তা নিয়ে জল্পনা রয়েছে। দীর্ঘমেয়াদী অধিনায়ক খুঁজছে বোর্ড।

শনিবার একটি সংবাদমাধ্যম জানিয়েছিল, বৈঠকে রোহিত বোর্ড কর্তাদের নতুন অধিনায়ক খোঁজার কাজ শুরু করতে অনুরোধ করেছেন। আর বেশি দিন নেতৃত্বের দায়িত্বে থাকতে চান না তিনি। বোর্ড সূত্রে খবর, রোহিত আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ভারতীয় দলকে নেতৃত্ব দিতে চান। তার পর ক্রিকেটারেরা ব্যস্ত হয়ে যাবেন আইপিএলে। ভারতীয় দলেরও কোনও আন্তর্জাতিক সূচি নেই। আগামী জুনে ইংল্যান্ড সফরে যাবে ভারত। পাঁচ টেস্টের সিরিজ়ে মুখোমুখি হবে দু’দল। সেই সিরিজ়ে রোহিত অধিনায়ক হিসাবে যেতে চান না। সেই সময়ের মধ্যে কর্তা এবং নির্বাচকেরা অধিনায়ক হিসাবে উপযুক্ত কাউকে না পেলে নেতৃত্ব দিতে পারেন রোহিত। তবে সেই সম্ভাবনা কম। রোহিত নিজেও চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর অধিনায়ক না থাকার ইচ্ছাপ্রকাশ করেছেন বৈঠকে। বোর্ড কর্তারা চান এমন কাউকে অধিনায়ক করতে, যিনি আগামী কয়েক বছর খেলতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement