Shreyas Iyer

জাতীয় দলে ফিরতে মরিয়া শ্রেয়স, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বার্তা নির্বাচকদের

জাতীয় দলে অনেক দিন সুযোগ পাননি শ্রেয়স আয়ার। সব ব্যর্থতা, বিতর্ক ভুলে আবার সুযোগ পেতে মরিয়া শ্রেয়স। নির্বাচকেরা চ্যাম্পিয়ন্স ট্রফির দল বেছে নেওয়ার আগে তাঁদের বার্তা দিয়ে রাখলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৮:২১
Share:

শ্রেয়স আয়ার। — ফাইল চিত্র।

জাতীয় দলে অনেক দিন সুযোগ পাননি শ্রেয়স আয়ার। কোনও ফরম্যাটেই খেলেননি। তাঁর শৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠেছিল, যে কারণে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন। সব ব্যর্থতা, বিতর্ক ভুলে জাতীয় দলে আবার সুযোগ পেতে মরিয়া শ্রেয়স। নির্বাচকেরা চ্যাম্পিয়ন্স ট্রফির দল বেছে নেওয়ার আগে তাঁদের বার্তা দিয়ে রাখলেন।

Advertisement

২০২৩-এর বিশ্বকাপে ৫০০-র উপর রান ছিল শ্রেয়সের। সেমিফাইনালে শতরান করেছিলেন। তার পরেও ফর্ম হারানো এবং শৃঙ্খলাজনিত কারণে বাদ দেওয়া হয় তাঁকে। তবে সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে সীমিত ওভারের ক্রিকেটে ভাল খেলার কারণে নির্বাচকদের নজরে রয়েছেন তিনি। শ্রেয়স জাতীয় দলে ফেরার জন্য যে কোনও জায়গায় ব্যাট করতে তৈরি।

একটি সাক্ষাৎকারে পঞ্জাব কিংসের নতুন অধিনায়ক বলেছেন, “অবশ্যই জাতীয় দলে ফিরতে চাই। ব্যাটিং পজিশন নিয়েও ভাবছি না। যে কোনও জায়গায় ব্যাট করতে তৈরি। বিশ্বকাপের একটা ম্যাচে কেএলের সঙ্গে গুরুত্বপূর্ণ একটা জুটি গড়েছিলাম। দারুণ মরসুম ছিল সেটা। তবে শেষ ধাপে (ফাইনাল) এসে আমরা পরিকল্পনা ঠিকঠাক কাজে লাগাতে পারিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আমাকে নেওয়া হলে সেটা খুব গর্বের মুহূর্ত হবে।”

Advertisement

শেষ বার ২০২৪-এর অগস্টে ভারতের হয়ে খেলেছিলেন শ্রেয়স। শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দলে সুযোগ পেয়েছিলেন। তিনটি ম্যাচে মাত্র ৩৮ রান করেছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement