Suicide

ফোনে কথা বলতে বলতে রেললাইনের ধারে হাঁটছিলেন নার্সিং কলেজের প্রিন্সিপাল, ট্রেন আসতেই ঝাঁপ দিলেন

সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাণসীতে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুস্মিতা সিংহ। তিনি বাবতপুর নার্সিং কলেজের প্রিন্সিপাল ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৮:০৫
Share:

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা নার্সিং কলেজের প্রিন্সিপালের। প্রতিনিধিত্বমূলক ছবি।

ফোনে কথা বলতে বলতে রেললাইনের ধার দিয়ে হাঁটছিলেন নার্সিং কলেজের প্রিন্সিপাল। ট্রেন আসতেই ঝাঁপ দিলেন তিনি। গুরুতর জখম অবস্থায় স্থানীয়েরা তাঁকে দেখতে পেয়ে রেলপুলিশে খবর দেন। পুলিশ এসে প্রিন্সিপালকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু কেন তিনি আত্মহত্যা করলেন, তা নিয়ে রহস্য বাড়ছে।

Advertisement

সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাণসীতে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুস্মিতা সিংহ। তিনি বাবতপুর নার্সিং কলেজের প্রিন্সিপাল ছিলেন। আজ়মগড়ের দৌলতাবাদে তাঁর বাপের বাড়ি। জৌনপুর জেলার চন্দকে বিয়ে হয়েছিল তাঁর। প্রিন্সিপালের স্বামী সৌরভ সিংহ এক জন কেমিস্ট। কর্মসূত্রে তিনি সিকিমে থাকেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সোমবার সন্ধ্যায় নার্সিং কলেজ থেকে বেরিয়ে তিনি তারনা রেলসেতুর কাছে পৌঁছন। তার পর ফোনে কথা বলতে বলতে রেললাইনের ধার ধরে হাঁটা শুরু করেন। ওই লাইনেই একটি ট্রেন আসছিল। তখনই ট্রেনের সামনে ঝাঁপ দেন সুস্মিতা। পুলিশ জানিয়েছে, সুস্মিতার মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। শেষ কাকে ফোন করেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু কেন তিনি আত্মহত্যা করলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement