KL Rahul

ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ে বিশ্রামের জল্পনা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন না রাহুল?

ইংল্যান্ড সিরিজ়ে বিশ্রাম নিতে পারেন লোকেশ রাহুল। ঘরের মাঠে ভারত পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি এক দিনের ম্যাচ খেলবে। সেই দুই সিরিজ়ে বিশ্রাম নিতে পারেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৭:২৬
Share:

লোকেশ রাহুল। —ফাইল চিত্র।

২২ জানুয়ারি থেকে শুরু ইংল্যান্ড সিরিজ়। সাদা বলের ক্রিকেট খেলবে ভারত এবং ইংল্যান্ড। সেই সিরিজ়ে বিশ্রাম নিতে পারেন লোকেশ রাহুল। ঘরের মাঠে ভারত পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি এক দিনের ম্যাচ খেলবে। সেই দুই সিরিজ়ে বিশ্রাম নিতে পারেন তিনি।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ধারাবাহিকতা দেখিয়েছিলেন রাহুল। কিন্তু তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্রাম নিতে চেয়েছেন বলে শোনা গিয়েছে। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে না খেললে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ দেওয়া হবে তাঁকে? বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন, “ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্রাম চেয়েছে রাহুল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে দলে নেওয়া হলে খেলবেন।”

বর্ডার-গাওস্কর ট্রফিতে ১০ ইনিংসে ২৭৬ রান করেন রাহুল। তিনি ওই সিরিজ়ে ভারতে হয়ে সর্বোচ্চ রানের তালিকায় তিন নম্বরে ছিলেন। সাদা বলের ক্রিকেটে রাহুল উইকেটরক্ষক হিসাবে জায়গা করতে পারেন। ঋষভ পন্থ রয়েছেন উইকেটরক্ষক হিসাবে। দ্বিতীয় উইকেটরক্ষকের জায়গা নিতে পারেন রাহুল। তবে নাম শোনা যাচ্ছে সঞ্জু স্যামসনেরও।

Advertisement

রাহুল শুধু দেশের হয়ে খেলা থেকে বিশ্রাম নেননি, তিনি কর্নাটকের হয়ে বিজয় হজারে ট্রফিও খেলবেন না। তবে ২৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা রঞ্জি ট্রফিতে রাহুল খেলেন কি না সে দিকে নজর থাকবে। কোচ গৌতম গম্ভীর সব ক্রিকেটারকেই ঘরোয়া ক্রিকেট খেলার উপদেশ দিয়েছেন। রাহুল বিজয় হজারে থেকে নাম সরিয়ে নিলেও রঞ্জিতে খেলতে পারেন। কারণ ২২ জানুয়ারি থেকে ইংল্যান্ড সিরিজ় শুরু। সেই সিরিজ়ে রাহুল না খেললে রঞ্জিতে খেলতেই পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement