Real Madrid

রবিবার বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ, লিগের বদলা কাপ ফাইনালে?

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা। রিয়াল মায়োরকাকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৪:১৩
Share:

গোলের পর উচ্ছ্বাস রিয়াল মাদ্রিদের ফুটবলারদের। ছবি: রয়টার্স।

রিয়াল মায়োরকাকে ৩-০ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ। লা লিগায় বার্সেলোনার বিরুদ্ধে হারতে হয়েছিল তাদের। সেই বার্সেলোনার বিরুদ্ধেই স্প্যানিশ সুপার কাপের ফাইনাল খেলতে হবে রিয়াল মাদ্রিদকে।

Advertisement

সৌদি আরবের জেড্ডায় ছিল সেমিফাইনাল ম্যাচটি। সেখানে রিয়াল মাদ্রিদের সমর্থকেই ভর্তি ছিল মাঠ। দর্শকপূর্ণ মাঠে রিয়াল মায়োরকার বিরুদ্ধে গোল করলেন জুড বেলিংহ্যাম এবং রদ্রিগো। একটি আত্মঘাতী গোল করেন মার্টিন ভালিয়েন্ট। সব গোলই হয় দ্বিতীয়ার্ধে। বুধবার এই মাঠেই বার্সেলোনা অন্য সেমিফাইনালে জিতেছিল অ্যাথলেটিক বিলবাও ক্লাবের বিরুদ্ধে। সেই ম্যাচে ২-০ গোলে জিতেছিল বার্সেলোনা। লামিনে ইয়ামাল এবং গাভি একটি করে গোল করেছিলেন।

সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার ম্যাচটিকে বদলার ম্যাচ হিসাবে দেখছেন রদ্রিগো। অক্টোবরে লা লিগায় হারতে হয়েছিল তাঁদের। সেই ম্যাচ ভুলতে পারেননি রদ্রিগো। তিনি বলেন, “বার্সেলোনার বিরুদ্ধে খেলা সব সময় কঠিন। তবে আমরা তৈরি। আমরা ভাল খেলছি এবং এই ট্রফিটি জেতার জন্য মরিয়া।” বেলিংহ্যামের প্রশংসা করেন রদ্রিগো। তিনি বলেন, “মরসুমের শুরুতে ওর গোল করতে কিছু সমস্যা হচ্ছিল। কিন্তু ও হাল ছাড়েনি। পরিশ্রম করেছে, প্রতি দিন অনুশীলনে নিজের আরও উন্নতি করার চেষ্টা করেছে। তার ফল পাচ্ছে।”

Advertisement

বার্সেলোনা ১৪ বার স্প্যানিশ সুপার কাপ জিতেছে। রিয়াল মাদ্রিদ জিতেছে ১৩ বার। গত বারও তারা জিতেছিল। রবিবার রাতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মাদ্রিদ জিতলে তারা বার্সেলোনার নজির স্পর্শ করবে। বার্সেলোনার সবচেয়ে বেশি বার এই ট্রফি জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলবে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement