হরমনপ্রীত কৌর। — ফাইল চিত্র।
বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতের মহিলা দল। সোমবার সিরিজ়ের চতুর্থ ম্যাচে হরমনপ্রীত কৌরেরা জিতলেন ৫৬ রানে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ১৪ ওভারে ৬ উইকেটে ১২২ রান করে ভারত। জবাবে বাংলাদেশের ইনিংস শেষ হয় ৭ উইকেটে ৬৮ রানে।
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা। ভারতের ইনিংসের শুরুটা অবশ্য ভাল হয়নি। শেফালি বর্মা (২) দ্রুত আউট হয়ে যান। তবে দ্রুত রান তুলতে শুরু করেন অন্য ওপেনার স্মৃতি মন্ধানা এবং তিন নম্বরে নামা দয়ালান হেমলতা। মন্ধানা করেন ১৮ বলে ২২। মারেন তিনটি চার। হেমলতার ব্যাট থেকেও আসে ২২ রান। ২টি চার এবং ২টি ছয় রয়েছে তাঁর ১৪ বলের ইনিংসে। ভাল খেললেন ভারতীয় দলের অধিনায়কও। হরমনপ্রীতের ব্যাট থেকে এল ২৬ বলে ৩৯ রানের ইনিংস। ৫টি চার মারলেন তিনি। শেষ দিকে দ্রুত রান তুললেন বাংলার উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষও। ৩টি চার এবং ১টি ছয়ের সাহায্যে তিনি করেন ১৫ বলে ২৪। বাংলাদেশের বোলারদের মধ্যে সফলতম মারুফা আক্তার ২৪ রানে ২ উইকেট নিলেন। ২৮ রানে ২ উইকেট রাবেয়া খানের। ২৯ রান দিয়ে ১ উইকেট শোরিফা খাতুন।
সিলেটের ২২ গজে এ দিনও ভারতীয় বোলিং আক্রমণের বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে পারলেন না বাংলাদেশের ব্যাটারেরা। দীপ্তি শর্মা, আশা শোভনারা গোটা ম্যাচেই অস্বস্তিতে রাখলেন তাঁদের। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান ওপেনার দিলারা আক্তারের ২৫ বলে ২১। এ ছাড়া দু’অঙ্কের রান করেছেন তিন নম্বরে নামা রুবিয়া হায়দার (১৭ বলে ১৩) এবং শোরিফা (১১ বলে অপরাজিত ১১)। বাকি কেউই ভারতীয় বোলিং আক্রমণের সামনে দাঁড়াতে পারলেন না।
ভারতের সফলতম বোলার দীপ্তি ১৩ রানে ২ উইকেট নিলেন। ১৮ রান দিয়ে ২ উইকেট আশার। ১২ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন রাধা যাদব। এ ছাড়া পূজা বস্ত্রকার ১৫ রানে ১ উইকেট পেয়েছেন।