জন্টি রোডস। ছবি: এক্স (টুইটার)।
১৯৯১-৯২ বিশ্বকাপে অবিশ্বাস্য ক্যাচ ধরে ক্রিকেট দুনিয়ার নজর কেড়ে নিয়েছিলেন জন্টি রোডস। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটারের নজর কেড়ে নিল লখনউয়ের এক বল বয়। দৌড়ে এসে বাউন্ডারি লাইনে অথর্ব গুপ্তর ক্যাচ ধরা দেখে মুগ্ধ রোডস।
কলকাতা নাইট রাইডার্সের বৈভব অরোরার বলে আপার কাটে ছয় মেরে ছিলেন লখনউ সুপার জায়ান্টসের মার্কাস স্টোইনিস। পয়েন্টের উপর দিয়ে বল চলে যায় বাউন্ডারি লাইনের বাইরে। বেশ কিছুটা দৌড়ে এসে ক্যাচ ধরে অথর্ব। বল বয় হিসাবে মাঠের ধারে থাকা ক্রিকেট শিক্ষার্থীর দক্ষতা দেখে হাততালি দিয়ে ওঠেন লখনউয়ের ফিল্ডিং কোচ রোডস। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে সে সময় দেখানো হয় রোডসকে। যা চোখে পড়ে অথর্বের। বুকে হাত দিয়ে ক্রিকেট শিক্ষার্থীকে কৃতজ্ঞতা প্রকাশ করতেও দেখা যায়।
এখানেই শেষ নয়। ম্যাচের পর রোডস খুঁজে নেন অথর্বকে। তার সঙ্গে কথাও বলেন। রোডস তাকে বলেন, ‘‘ক্যাচটা দারুণ ধরেছ। সব সময় বলে চোখ রাখার চেষ্টা করবে। তা হলে আরও ভাল করতে পারবে।’’ রোডসের মতো প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে কথা বলে উচ্ছ্বসিত অথর্বও। গোটা ঘটনার ভিডিয়ো ক্রিকেটপ্রেমীদের সঙ্গে সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন আইপিএল কর্তৃপক্ষ।
রবিবার লখনউয়ে শেষ ম্যাচ খেললেন লোকেশ রাহুলেরা। আইপিএলে তাঁদের আর ঘরের মাঠে খেলা নেই। শেষটা অবশ্য ভাল হয়নি। রাহুলের দল ৯৮ রানে হেরেছে কেকেআরের কাছে।