ভারতের মহিলা দলের ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।
অস্ট্রেলিয়ার মাটিতে এক দিনের সিরিজ়ে চুনকাম হয়েছিল ভারতের মহিলা দল। দেশে ফিরতেই জয়ে ফিরল তারা। রবিবার মুম্বইয়ে প্রথম টি-টোয়েন্টিতে ৪০ রানে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ়কে। অর্ধশতরান করলেন স্মৃতি মন্ধানা এবং জেমাইমা রদ্রিগেস।
টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ়। তা কাজে লাগেনি। ওপেনিং জুটিতে ৫০ রান তুলে দেন স্মৃতি এবং সহ-ওপেনার উমা ছেত্রী। ২৪ রানে উমা আউট হন। দ্বিতীয় উইকেটে ৮১ রান যোগ করেন স্মৃতি এবং জেমাইমা। সাতটি চার এবং দু’টি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৫৪ রান করেন স্মৃতি।
তবে জেমাইমা আরও বেশি আগ্রাসী ছিলেন। তিনি মাত্র ৩৫ বলে ৭৩ রান করেন। মেরেছেন ন’টি চার এবং দু’টি ছয়। রিচা ঘোষ ২০ রানে ফিরে যান। হরমনপ্রীত কউর ১৩ এবং সাজীবন সজনা ১ রানে অপরাজিত ছিলেন। ২০ ওভারে ১৯৫/৪ তোলে ভারত।
জবাবে দ্বিতীয় ওভারেই হেইলি ম্যাথুজ়কে ফেরান তিতাস সাধু। বেশি ক্ষণ টিকতে পারেননি শেমাইন ক্যাম্পবেলও (১৩)। চতুর্থ উইকেটে ৪৪ রান যোগ করেন কিয়ানা জোসেফ এবং দিয়ান্দ্রা ডটিন। কিয়ানা ৪৯ রানে আউট হলেও অর্ধশতরান করেন ডটিন (৫২)। মহিলা প্রিমিয়ার লিগে কেন গুজরাত তাঁর পিছনে ১.৬০ কোটি টাকা খরচ করেছে তা বুঝিয়ে দেন ডটিন। তাঁর ২৮ বলে ৫২ রানের ইনিংসে রয়েছে চারটি চার এবং তিনটি ছয়।
তবে ওয়েস্ট ইন্ডিজ়ের বাকি কোনও ব্যাটার ভাল খেলতে পারেননি। রান তোলার গতিও অনেক কমে যায়। নির্ধারিত ওভারে ১৪৬/৭ স্কোরে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ়ের ইনিংস। তিতাস ৩৭ রানে ৩ উইকেট নিয়েছেন।