Mohammedan Sporting Club

৬৫ মিনিট দশ জনে খেলে হার মহমেডানের, ঘরের মাঠে এখনও জয় পেল না সাদা-কালো ব্রিগেড

ঘরের মাঠে অধরাই থাকল মহমেডান স্পোর্টিংয়ের জয়। রবিবার কিশোরভারতী স্টেডিয়ামে আইএসএলে মুম্বই সিটির কাছে তারা ০-১ গোলে হেরে গেল। ম্যাচের একমাত্র গোল বিক্রম প্রতাপ সিংহের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ২১:২৭
Share:

মুম্বইয়ের তিরির সঙ্গে বল দখলের লড়াই মহমেডানের কাসিমভের (বাঁ দিকে)। ছবি: সমাজমাধ্যম।

মহমেডান ০
মুম্বই সিটি ১ (বিক্রম প্রতাপ)

Advertisement

ঘরের মাঠে অধরাই থাকল মহমেডান স্পোর্টিংয়ের জয়। রবিবার কিশোরভারতী স্টেডিয়ামে আইএসএলে মুম্বই সিটির কাছে তারা ০-১ গোলে হেরে গেল। ম্যাচের একমাত্র গোল বিক্রম প্রতাপ সিংহের। পয়েন্ট তালিকায় সবার নীচেই থাকল সাদা-কালো ব্রিগেড। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ৫।

গত ৯ নভেম্বর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ড্র করেছিল মহমেডান। তার পর থেকে টানা চারটি ম্যাচে হারল তারা। আইএসএলে আবির্ভাবে দ্বিতীয় ম্যাচে ড্র এবং তৃতীয় ম্যাচে চেন্নাইয়িনকে হারানোর পর অনেকেই মহমেডানকে নিয়ে বড় আশা করেছিলেন। যত দিন যাচ্ছে তত সেই আশা কমছে। প্রথম বার খেলতে নেমেই কলকাতার তৃতীয় প্রধান পয়েন্ট তালিকায় সবার তলায় শেষ করবে কি না তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

Advertisement

ম্যাচের প্রথম ১৫ মিনিট নিজেদের পায়ে বল রেখে মহমেডানের রক্ষণ ভাঙার চেষ্টা করে মুম্বই। একাধিক বার আক্রমণে ওঠে তারা। মহমেডান গোলকিপার ভাস্কর রায়ের ভুলে একটা সুযোগ এসেছিল। মুম্বইয়ের আক্রমণের মুখে ভাস্করের পাস সোজা মুম্বইয়ের লালিয়ানজুয়ালা ছাংতের কাছে যায়। তাঁর সামনে মহমেডানের কোনও ফুটবলার ছিলেন না। তবে ছাংতে শট লক্ষ্যে রাখতে পারেননি।

প্রথমার্ধ শেষের ১০ মিনিট আগে ইরশাদ ফাউল করেন ব্রেন্ডন ফের্নান্দেসকে। তাঁকে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখিয়ে বার করে দেন রেফারি। ফলে বাড়তি সুবিধা পেয়ে যায় মুম্বই। বাকি ৬০ মিনিট অবশ্য সেটা কাজে লাগাতে পারেনি তারা। মহমেডান প্রথমার্ধে কোনও গোল খায়নি।

তবে দ্বিতীয়ার্ধে চাঙ্গা হয়ে নামে মুম্বই। বার বার মহমেডানের গোল মুখ খোলার চেষ্টা করতে থাকেন। জো জ়োহেরলিয়ানা একটি বল ক্লিয়ার করতে গিয়ে বিক্রমের পায়ে তুলে দেন। ১৮ গজ দূর থেকে জোরালো শটে গোল করেন তরুণ স্ট্রাইকার। দু’মিনিট বাদে বিক্রমের একটি প্রয়াস বাঁচিয়ে দেন ভাস্কর।

মহমেডান খুব বেশি সুযোগ তৈরি করতে না পারলেও মুম্বইয়ের আক্রমণ ঠেকিয়ে রেখেছিল গোটা ম্যাচ। তাই ব্যবধান বাড়েনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement