Rohit Sharma

Rohit Sharma: বিরাট কোহলীর রান না পাওয়া নিয়ে কী বললেন অধিনায়ক রোহিত শর্মা

৮, ১৮, ০। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজে বিরাট কোহলীর মোট রান ২৬। উদ্বেগ বাড়ছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ ১২:১৮
Share:

বিরাট কোহলী এবং রোহিত শর্মা। ফাইল চিত্র

৮, ১৮, ০। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজে বিরাট কোহলীর মোট রান ২৬। উদ্বেগ বাড়ছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। ভারতীয় দলের অধিনায়ক অবশ্য কোহলীকে নিয়ে চিন্তিত নন। রোহিত শর্মা জানিয়ে দিয়েছেন, কোহলীর ফর্ম নিয়ে উদ্বিগ্ন নয় দল।

Advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজেও ছন্দে ছিলেন কোহলী। নেতৃত্ব ছাড়া নিয়ে বিতর্ক আঁচ ফেলেনি ব্যাটিংয়ে। তা হলে ঘরের মাঠে অপেক্ষাকৃত দুর্বল ক্যারিবিয়ানদের বিরুদ্ধে কী হল? ২০১৫ সালের পর কোনও এক দিনের সিরিজেই ৫০-এর কম রান আসেনি কোহলীর ব্যাট থেকে। প্রাক্তন অধিনায়কের আত্মবিশ্বাস ফেরাতে দল কি উদ্যোগী? সাংবাদিকদের প্রশ্নে রোহিতের জবাব, ‘‘বিরাট কোহলীর আরও আত্মবিশ্বাস দরকার? কোহলীর যদি আত্মবিশ্বাস প্রয়োজন হয়, তাহলে দলে আত্মবিশ্বাসী কে?’’

কোহলী দীর্ঘ দিন শতরান না পেলেও দক্ষিণ আফ্রিকা সফরে দু’টি অর্ধশতরানের কথা উল্লেখ করেছেন রোহিত। ভারত অধিনায়ক বলেছেন, ‘‘ওর কোনও বাড়তি আত্মবিশ্বাসের প্রয়োজন নেই। ও একদম ঠিক আছে। ওর ছন্দ নিয়ে দল একদমই চিন্তিত নয়।’’

Advertisement

নেতা হিসেবে সিনিয়র, জুনিয়র সব সতীর্থের পাশে থাকার চেষ্টা করছেন রোহিত। সকলকে উৎসাহিত করার চেষ্টা করছেন। শুক্রবার সিরিজ জয়ের ট্রফি তরুণ সদস্য রবি বিষ্ণোইয়ের হাতে তুলে দেন রোহিত। তরুণদের হাতে ট্রফি তুলে দেওয়ার প্রথা অনেক দিন ধরেই ভারতীয় দলের সংস্কৃতির অঙ্গ। সেই প্রথা বজায় রাখলেন অধিনায়ক রোহিতও। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া রবির হাতে সিরিজ জয়ের ট্রফি তুলে দিয়ে সতীর্থদের মন জিতে নিয়েছেন রোহিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement