—ফাইল চিত্র
আইপিএল দলগুলির জন্য স্বস্তি। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের আগে ছাড়ার সিদ্ধান্ত নিল তাদের বোর্ড। আইপিএল-এর প্রথম পর্বের সময় বাংলাদেশের সঙ্গে টেস্ট ম্যাচ খেলার কথা দক্ষিণ আফ্রিকার। কিন্তু সেই সময় কিছু ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বোর্ড।
২৭ মার্চ থেকে শুরু হতে পারে আইপিএল। বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে তিনটি এক দিনের ম্যাচ এবং দু’টি টেস্ট হওয়ার কথা। সেই সিরিজ খেললে কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি, এনরিখ নোখিয়ার মতো ক্রিকেটারদের শুরু থেকে পাবে না দলগুলি। সেই কারণে কিছু ক্রিকেটারকে আগেই ছেড়ে দেওয়ার কথা ভাবছে দক্ষিণ আফ্রিকা বোর্ড।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকা বোর্ডের প্রধান লসন নাইডু বলেন, “আইপিএল-এর নিলামের পর আমরা সিদ্ধান্ত নেব কোন ক্রিকেটারদের ছাড়া হবে। কোন কোন ক্রিকেটার আইপিএল খেলছে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। কাদের ছাড়া হবে তা নিয়ে এখনও আলোচনা হয়নি।”
এই সিদ্ধান্তের ফলে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দর এ বারের আইপিএল-এর নিলামে বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।