ধোনির রেকর্ড ভাঙলেন রোহিত। —ফাইল চিত্র
মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক হিসাবে এক বছরে সব থেকে বেশি টি-টোয়েন্টি ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন তিনি। দক্ষিণ আফ্রিকাকে প্রথম টি-টোয়েন্টিতে হারিয়ে ধোনিকে টপকে যান রোহিত।
চলতি বছরে ভারত অধিনায়ক হিসাবে ১৬টি টি-টোয়েন্টি জিতেছেন রোহিত। এক বছরে এতগুলি ম্যাচ কোনও ভারত অধিনায়ক জেতেননি। এর আগে ২০১৬ সালে ১৫টি ম্যাচ জিতেছিলেন ধোনি। এত দিন সেটিই ছিল রেকর্ড। সেই রেকর্ড ভাঙলেন রোহিত।
ভারত অধিনায়ক হিসাবে সব থেকে বেশি টি-টোয়েন্টি জয়ের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত। তালিকার শীর্ষে ধোনি। ৭২টি ম্যাচে অধিনায়কত্ব করে ৪১টি জিতেছেন তিনি। ধোনির জয়ের হার ৫৯.২৮ শতাংশ। রোহিত ৪৩টি ম্যাচ খেলে ৩৪টিতে জয় পেয়েছেন। তাঁর জয়ের হার ধোনির থেকে অনেক বেশি (৭৯.০৬)। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। ৫০টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়ে ৩০টি ম্যাচে জিতেছেন তিনি। কোহলির জয়ের হার ৬৪.৫৮ শতাংশ।
অধিনায়ক হিসাবে এক বছরে সব থেকে বেশি টি-টোয়েন্টি জিতলেও এশিয়া কাপ জিততে পারেননি রোহিত। ফাইনালের আগেই বিদায় নিতে হয়েছে। তাই রোহিতের পাখির চোখ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৫ বছর পরে ভারতকে ক্রিকেটের ছোট ফরম্যাটে চ্যাম্পিয়ন করার লক্ষ্যে এগোচ্ছেন তিনি।