শেষ আপডেট:
১২ জুন ২০২২ ২২:২৭
৪ উইকেটে হার ভারতের
দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হার ভারতের।
শেষ আপডেট:
১২ জুন ২০২২ ২২:০৭
ক্লাসেনের অর্ধশতরান
ভারতের চিন্তার কারণ ক্লাসেন। তাঁর সঙ্গে ক্রিজে মিলার।
শেষ আপডেট:
১২ জুন ২০২২ ২১:৫৩
আউট বাভুমা
চহালের বলে বোল্ড বাভুমা। চতুর্থ উইকেটের জুটি ভাঙল ভারত।
শেষ আপডেট:
১২ জুন ২০২২ ২১:৪০
১০ ওভারে ৫৭/৩
তিন উইকেট হারিয়েও লড়াই করছে দক্ষিণ আফ্রিকা। ক্রিজে বাভুমা এবং ক্লাসেন।
শেষ আপডেট:
১২ জুন ২০২২ ২১:২০
আউট ডুসেন
গত ম্যাচে ভারতীয় বোলারদের ধ্বংস করা ডুসেনকে ফিরিয়ে দিলেন ভুবনেশ্বর। তিন উইকেট পেলেন তিনি। মাত্র এক রান করে আউট ডুসেন।
শেষ আপডেট:
১২ জুন ২০২২ ২১:১৭
পাঁচ ওভারে ২৮ রান
পাঁচ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৮ রান। ওপেনার হেনড্রিক্স এবং তিন নম্বরে নামা প্রিটোরিয়াস ফিরে গিয়েছেন ভুবনেশ্বরের বলে।
শেষ আপডেট:
১২ জুন ২০২২ ২১:০২
২ ওভারে উঠল ৯ রান
এক উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা। প্রথম ২ ওভারে উঠল মাত্র ৯ রান।
শেষ আপডেট:
১২ জুন ২০২২ ২০:৫৬
আউট হেনড্রিক্স
প্রথম ওভারেই উইকেট পেল ভারত। ভুবনেশ্বরের বলে ছিটকে গেল হেনড্রিক্সের উইকেট।
শেষ আপডেট:
১২ জুন ২০২২ ২০:৪৩
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত তুলল ১৪৮ রান
শুরু থেকে পর পর উইকেট হারিয়ে চাপে ছিল ভারত। শেষ তিন ওভারে ৩৬ রান ওঠাও কিছুটা লড়াই করার মতো জায়গায় ভারত।
শেষ আপডেট:
১২ জুন ২০২২ ২০:৩৯
শেষ তিন ওভারে উঠল ৩৬ রান
কার্তিক এবং হর্ষলের ব্যাটে ভর করে লড়াই করার মতো স্কোর তুলল ভারত। কার্তিক অপরাজিত ৩০ রানে। হর্ষল করেন ১২ রান।
শেষ আপডেট:
১২ জুন ২০২২ ২০:২৬
১৭ ওভার শেষে ১১২ রান ভারতের
অক্ষরের উইকেট উড়িয়ে দিলেন নোখিয়া। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ১১২। ক্রিজে কার্তিক।
শেষ আপডেট:
১২ জুন ২০২২ ২০:০৯
আউট শ্রেয়স
৪০ রানে আউট শ্রেয়স। প্রিটোরিয়াসের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিলেন তিনি।
শেষ আপডেট:
১২ জুন ২০২২ ২০:০৫
আউট হার্দিক
পারনেলের বলে বোল্ড হার্দিক। ১৩ ওভারে ভারত তুলল ৯২ রান।
শেষ আপডেট:
১২ জুন ২০২২ ১৯:৫০
আউট পন্থ
মাত্র পাঁচ রানে আউট পন্থ। ভারত অধিনায়ককে ফেরালেন মহারাজ।
শেষ আপডেট:
১২ জুন ২০২২ ১৯:৪৯
আউট ঈশান
৩৪ রান করে ফিরলেন ঈশান। নোখিয়ার বলে ক্যাচ দিলেন তিনি।
শেষ আপডেট:
১২ জুন ২০২২ ১৯:২৮
ঈশানের ক্যাচ ফেললেন পারনেল
ডান দিকে ঝাঁপিয়ে প্রায় ধরেই ফেলেছিলেন। কিন্তু বল হাতে রাখতে পারলেন না দক্ষিণ আফ্রিকার পেসার। বেঁচে গেলেন ঈশান।
শেষ আপডেট:
১২ জুন ২০২২ ১৯:২৬
পাঁচ ওভারে ৩১ রান
১৪ বলে ১৯ রান ঈশানের। নোখিয়াকে এক ওভারে দু'টি ছয় মারলেন তিনি।
শেষ আপডেট:
১২ জুন ২০২২ ১৯:১৮
তিন ওভারে উঠল ১২ রান
রাবাডা দ্বিতীয় ওভারে দিলেন মাত্র এক রান। তিন ওভারে ভারত তুলল ১২ রান।
শেষ আপডেট:
১২ জুন ২০২২ ১৯:১৬
আউট রুতুরাজ
প্রথম ওভারেই উইকেট হারাল ভারত। রাবাডার বলে ক্যাচ দিলেন রুতুরাজ। মাত্র তিন রান উঠল প্রথম ওভারে।
শেষ আপডেট:
১২ জুন ২০২২ ১৮:৩৫
ভারতের প্রথম একাদশে কোনও বদল নেই
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে যে দল ছিল, কটকেও সেও একাদশ নিয়েই মাঠে নামছে ভারত। জায়গা হল না উমরান মালিকের।