Team India

শুরুতে তিন উইকেট ভুবির, সেখান থেকে কী ভাবে ম্যাচ পকেটে দক্ষিণ আফ্রিকার

প্রথম ম্যাচে হেরে সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে ভারত। কটকে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে ঋষভ পন্থরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জুন ২০২২ ১৮:৩২
Share:

—ফাইল চিত্র

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১২ জুন ২০২২ ২২:২৭ key status

৪ উইকেটে হার ভারতের

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হার ভারতের।

শেষ আপডেট: ১২ জুন ২০২২ ২২:০৭ key status

ক্লাসেনের অর্ধশতরান

ভারতের চিন্তার কারণ ক্লাসেন। তাঁর সঙ্গে ক্রিজে মিলার।

Advertisement
শেষ আপডেট: ১২ জুন ২০২২ ২১:৫৩ key status

আউট বাভুমা

চহালের বলে বোল্ড বাভুমা। চতুর্থ উইকেটের জুটি ভাঙল ভারত।

শেষ আপডেট: ১২ জুন ২০২২ ২১:৪০

১০ ওভারে ৫৭/৩

তিন উইকেট হারিয়েও লড়াই করছে দক্ষিণ আফ্রিকা। ক্রিজে বাভুমা এবং ক্লাসেন।

Advertising
Advertising
শেষ আপডেট: ১২ জুন ২০২২ ২১:২০ key status

আউট ডুসেন

গত ম্যাচে ভারতীয় বোলারদের ধ্বংস করা ডুসেনকে ফিরিয়ে দিলেন ভুবনেশ্বর। তিন উইকেট পেলেন তিনি। মাত্র এক রান করে আউট ডুসেন।

শেষ আপডেট: ১২ জুন ২০২২ ২১:১৭

পাঁচ ওভারে ২৮ রান

পাঁচ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৮ রান। ওপেনার হেনড্রিক্স এবং তিন নম্বরে নামা প্রিটোরিয়াস ফিরে গিয়েছেন ভুবনেশ্বরের বলে।

শেষ আপডেট: ১২ জুন ২০২২ ২১:০২

২ ওভারে উঠল ৯ রান

এক উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা। প্রথম ২ ওভারে উঠল মাত্র ৯ রান।

শেষ আপডেট: ১২ জুন ২০২২ ২০:৫৬ key status

আউট হেনড্রিক্স

প্রথম ওভারেই উইকেট পেল ভারত। ভুবনেশ্বরের বলে ছিটকে গেল হেনড্রিক্সের উইকেট।

শেষ আপডেট: ১২ জুন ২০২২ ২০:৪৩ key status

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত তুলল ১৪৮ রান

শুরু থেকে পর পর উইকেট হারিয়ে চাপে ছিল ভারত। শেষ তিন ওভারে ৩৬ রান ওঠাও কিছুটা লড়াই করার মতো জায়গায় ভারত। 

শেষ আপডেট: ১২ জুন ২০২২ ২০:৩৯

শেষ তিন ওভারে উঠল ৩৬ রান

কার্তিক এবং হর্ষলের ব্যাটে ভর করে লড়াই করার মতো স্কোর তুলল ভারত। কার্তিক অপরাজিত ৩০ রানে। হর্ষল করেন ১২ রান।

শেষ আপডেট: ১২ জুন ২০২২ ২০:২৬ key status

১৭ ওভার শেষে ১১২ রান ভারতের

অক্ষরের উইকেট উড়িয়ে দিলেন নোখিয়া। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ১১২। ক্রিজে কার্তিক।

শেষ আপডেট: ১২ জুন ২০২২ ২০:০৯ key status

আউট শ্রেয়স

৪০ রানে আউট শ্রেয়স। প্রিটোরিয়াসের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিলেন তিনি।

শেষ আপডেট: ১২ জুন ২০২২ ২০:০৫ key status

আউট হার্দিক

পারনেলের বলে বোল্ড হার্দিক। ১৩ ওভারে ভারত তুলল ৯২ রান।

শেষ আপডেট: ১২ জুন ২০২২ ১৯:৫০ key status

আউট পন্থ

মাত্র পাঁচ রানে আউট পন্থ। ভারত অধিনায়ককে ফেরালেন মহারাজ।

শেষ আপডেট: ১২ জুন ২০২২ ১৯:৪৯ key status

আউট ঈশান

৩৪ রান করে ফিরলেন ঈশান। নোখিয়ার বলে ক্যাচ দিলেন তিনি। 

শেষ আপডেট: ১২ জুন ২০২২ ১৯:২৮

ঈশানের ক্যাচ ফেললেন পারনেল

ডান দিকে ঝাঁপিয়ে প্রায় ধরেই ফেলেছিলেন। কিন্তু বল হাতে রাখতে পারলেন না দক্ষিণ আফ্রিকার পেসার। বেঁচে গেলেন ঈশান।

শেষ আপডেট: ১২ জুন ২০২২ ১৯:২৬

পাঁচ ওভারে ৩১ রান

১৪ বলে ১৯ রান ঈশানের। নোখিয়াকে এক ওভারে দু'টি ছয় মারলেন তিনি। 

শেষ আপডেট: ১২ জুন ২০২২ ১৯:১৮

তিন ওভারে উঠল ১২ রান

রাবাডা দ্বিতীয় ওভারে দিলেন মাত্র এক রান। তিন ওভারে ভারত তুলল ১২ রান।

শেষ আপডেট: ১২ জুন ২০২২ ১৯:১৬ key status

আউট রুতুরাজ

প্রথম ওভারেই উইকেট হারাল ভারত। রাবাডার বলে ক্যাচ দিলেন রুতুরাজ। মাত্র তিন রান উঠল প্রথম ওভারে।

শেষ আপডেট: ১২ জুন ২০২২ ১৮:৩৫

ভারতের প্রথম একাদশে কোনও বদল নেই

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে যে দল ছিল, কটকেও সেও একাদশ নিয়েই মাঠে নামছে ভারত। জায়গা হল না উমরান মালিকের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement