ছবি: পিটিআই
৯ ওভারে ৭৫ রান তোলে ভারত। সেখানেই বৃষ্টিতে শেষ হয় খেলা। ম্যাচ টাই হয়ে যায়।
মাত্র ১৩ রান করে আউট সূর্যকুমার। ইশ সোধির বলে ক্যাচ দিয়ে সাজঘরে ভারতীয় ব্যাটার।
৩ উইকেট হারালেও ৪ ওভারে ৩৯ রান তুলে নিল ভারত। ক্রিজে সূর্যকুমার যাদব এবং হার্দিক পাণ্ড্য।
প্রথম বলেই আউট শ্রেয়স। সাউদি পর পর দু'বলে উইকেট পেয়ে গেলেন। হ্যাটট্রিকের পথে কিউই অধিনায়ক।
সাউদির বলে ক্যাচ দিলেন পন্থ। ওভারে দু'টি চার মারার পরেও ঝুঁকি নিলেন ভারতীয় উইকেটরক্ষক। ৫ বলে ১১ রান করে সাজঘরে পন্থ।
ব্যর্থ ঈশান কিশন। ১১ বলে ১০ করে সাজঘরে ফিরলেন তরুণ ওপেনার। অ্যাডাম মিলনের বলে ক্যাচ দিলেন তিনি।
ডেথ ওভারে ভারতের দাপট। শেষ ১৩ রানে ৬ উইকেট হারাল নিউ জ়িল্যান্ড।
শেষ উইকেটটি নিলেন হর্ষল। ১৬০ রানে শেষ নিউ জ়িল্যান্ড। ১৪৭ রানে ৪ উইকেট থেকে ১৬০ রানে শেষ তারা। ১৩ রানে ৬ উইকেট হারাল নিউ জ়িল্যান্ড।
আরশদীপের ইয়র্কারে ছিটকে গেল সোধির স্টাম্প। অষ্টম উইকেট হারাল কিউইরা।
১৯তম ওভারে বল করতে এসে প্রথম বলেই উইকেট নিলেন আরশদীপ। ১৪৯ রানে সপ্তম উইকেট হারাল নিউ জ়িল্যান্ড।
এ বার সাজঘরে স্যান্টনার। চতুর্থ উইকেট নিলেন মহম্মদ সিরাজ। এক রান পেলেন স্যান্টনার।
তৃতীয় উইকেট নিলেন সিরাজ। সাজঘরে ফিরলেন নিশাম। কোনও রান পাননি তিনি।
ঈশান কিশনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন কনওয়ে। দ্বিতীয় উইকেট নিলেন আরশদীপ সিংহ। ৫৯ রান করে আউট কনওয়ে।
অবশেষে উইকেট পেল ভারত। সিরাজের বল ক্যাচ দিলেন ফিলিপ্স। ৫৪ রানে করে আউট তিনি।
হাত খুলতে শুরু করেছেন কনওয়ে। অর্ধশতরান করে ফেললেন তিনি। ফিলিপ্সও অর্ধশতরানের পথে। ১৪ ওভারে ১২০ রান নিউ জ়িল্যান্ডের।
ভারতীয় বোলারদের উপর দাপট দেখাতে শুরু করলেন কিউই ব্যাটাররা। ১০ ওভারে ৭৪ রান তুলে নিলেন তাঁরা।
প্রথম ৬ ওভারে ৪৬ রান তুলল নিউ জ়িল্যান্ড। দু'টি উইকেট হারিয়েছে তারা। দু'টি উইকেটই নিয়েছেন আরশদীপ সিংহ।
চ্যাপম্যানের ব্যাটে স্বস্তি কিউইদের। প্রথম উইকেট নেওয়া আরশদীপের পরের ওভারেই ১৯ রান নিলেন বাঁহাতি কিউই ব্যাটার। ৪ ওভারে ৩০ রান তুলল নিউ জ়িল্যান্ড।