নতুন সুযোগ প্রসিদ্ধর সামনে। —ফাইল চিত্র
মার্চ মাস থেকেই স্বপ্নের দৌড়ে প্রসিদ্ধ কৃষ্ণ। ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে অভিষেক হয় ভারতীয় দলের হয়ে। তিনটি ম্যাচ খেলেছিলেন সেই সিরিজে। প্রথম ম্যাচেই চার উইকেট নিয়ে জিতিয়েছিলেন দলকে। ভারতীয় জার্সি গায়ে তিনটি ম্যাচ খেলে তাঁর উইকেট সংখ্যা ছয়। সেই প্রসিদ্ধ এ বার ভারতের টেস্ট দলে।
২৫ বছরের তরুণ পেসার কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল-এ নজর কেড়েছিলেন। ২০১৫ সালে কর্ণাটকের হয়ে অভিষেক ঘটে প্রসিদ্ধর। ৬ বছরে প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও অবধি মাত্র ন’টি ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন ৩৪টি উইকেট। লাল বলের ক্রিকেটে খুব বেশি নিয়মিত নন প্রসিদ্ধ। তিনিই টেস্টের টুপি পরার দিকে এগোলেন বেশ কয়েক ধাপ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রসিদ্ধ বলেন, “অভিজ্ঞদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেলাম। আমি ধন্য। অনেক কিছু শিখতে পারব।” তরুণ পেসারের মতে ইংল্যান্ড দলের সঙ্গে থাকা পরিণত হতে সাহায্য করেছে তাঁকে। প্রসিদ্ধ বলেন, “ওই সফর আমাকে অভিজ্ঞ করেছে। ইংল্যান্ডে বল করার জন্য কিছু টেকনিক লাগে, সেটা শিখতে পেরেছি। ভবিষ্যতে আমি কী ভাবে ক্রিকেট খেলব, সেটা নিয়ে আমার ভাবনায় অনেক পরিবর্তন এনেছে এই সফর।”
রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণে প্রথম সিরিজ খেলতে নামছে ভারত। একাধিক তরুণ ক্রিকেটার খেলবেন এই সিরিজে। প্রসিদ্ধ বলেন, “দ্রাবিড় স্যরের সঙ্গে আমার প্রচুর কথা হয়েছে। ভারত ‘এ’ দলের হয়ে খেলার সময় এবং জাতীয় অ্যাকাডেমিতেও বহু বার কথা হয়েছে তাঁর সঙ্গে। খুব শান্ত উনি। কখনও চাপ বোধ হয় না। অনেক কিছু শেখা যায় ওঁর সঙ্গে থাকলে। আমার কেরিয়ারের এই গুরুত্বপূর্ণ সময়ে ওঁর থেকে শেখার জন্য মুখিয়ে আছি।”