রোহিত শর্মা। ছবি: এএফপি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ের শেষ ম্যাচে জয় না এলেও দলের পারফরম্যান্সে খুশি রোহিত শর্মা। বিশ্বকাপের আগে নিজের ফর্মেও সন্তুষ্ট তিনি। বুধবার ম্যাচের পর আসন্ন বিশ্বকাপ নিয়ে আশাবাদী ভারতীয় দলের অধিনায়ক। অস্ট্রেলিয়া সিরিজ় শেষ হওয়ার পর তাঁর মাথায় এখন শুধুই বিশ্বকাপ।
৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। ভারতের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়াই। আশাবাদী রোহিত বলেছেন, ‘‘আমাদের ১৫ জনের দল। কার কী কাজ, কার থেকে আমরা কী চাই— এই সব কিছুই খুব স্পষ্ট থাকে। নির্দিষ্ট পরিকল্পনা থাকে সব কিছু নিয়ে। সে জন্যই দলের কথা বলি। আমাদের মধ্যে কোনও দ্বিধা নেই। আমরা জানি কী করতে যাচ্ছি।’’
শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৬৬ রানে হারলেও রোহিত বলেছেন, ‘‘যে ভাবে খেলছি, তাতে আমি খুশি। ভালই ব্যাট করছি। অবশ্যই আমি চাইব বড় ইনিংস খেলতে। তবে যত ক্ষণ এ ভাবে খেলতে পারব, তত ক্ষণ চিন্তা করার কিছু নেই। ব্যাটের মাঝখান দিয়ে বল মারতে পারছি। তাই ভাল লাগছে।’’
দলের ফর্ম নিয়েও আশাবাদী শুনিয়েছে রোহিতকে। তিনি বলেছেন, ‘‘শেষ সাত-আটটা ম্যাচ আমরা আলাদা আলাদা পরিবেশে বেশ ভালই খেলেছি। বেশ কিছু চ্যালেঞ্জ সামলাতে হয়েছে আমাদের। সেগুলোও ভাল ভাবে সামলাতে পেরেছি। শেষ ম্যাচটাও আমরা জিততে চেয়েছিলাম। দুর্ভাগ্য আশানুরূপ ফল হল না। তবে এই ম্যাচ থেকেও আমাদের প্রাপ্তি খারাপ নয়। আমরা সত্যিই যথেষ্ট ভাল ক্রিকেট খেলছি।’’