India vs Australia

পার্‌থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চমক! অশ্বিনদের পাশে অপরিচিত স্পিনারকে তৈরি রাখছেন গম্ভীরেরা

পার্‌থে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্পিন আক্রমণে চমক দিতে চাইছে ভারত। অপরিচিত এক স্পিনারকে তৈরি রাখছেন গৌতম গম্ভীরেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৩:১২
Share:

গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

২২ নভেম্বর থেকে পার্‌থে শুরু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। দু’দলই নিজেদের পরিকল্পনা তৈরিতে ব্যস্ত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্পিন আক্রমণে চমক দিতে চাইছে ভারত। অপরিচিত এক স্পিনারকে তৈরি রাখছেন গৌতম গম্ভীরেরা।

Advertisement

পার্‌থে নামার আগে ভারত এ-র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ বাতিল করেছে ভারত। বদলে নিজেদের মধ্যেই একটি ম্যাচ খেলেছে তারা। সেখানে যশস্বী জয়সওয়ালকে দীর্ঘ ক্ষণ বল করতে দেখা গিয়েছে। যশস্বীর প্রধান কাজ ব্যাট করা। কিন্তু লেগ স্পিন করতে পারেন তিনি। ঘরোয়া ক্রিকেটে মাঝেমধ্যে বল হাতে দেখা গিয়েছে তাঁকে। যশস্বী অস্ট্রেলিয়ার ব্যাটারদের কাছে সম্পূর্ণ অপরিচিত। সেই কারণে তাঁকে তুরুপের তাস হিসাবে ব্যবহার করতে পারে ভারত।

যশস্বীর বোলিং আরও একটি ইঙ্গিত দিচ্ছে। ভারতীয় দলের স্পিন আক্রমণ সামলান রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। কিন্তু পার্‌থের উইকেটে সাধারণত পেসারেরা সাহায্য পান। তাই যদি কোনও কারণে চার পেসার খেলানোর পরিকল্পনা করে ভারত সে ক্ষেত্রে এক স্পিনারকে বাদ পড়তে হবে। তেমনটা হলে অশ্বিনকে বসানোর সম্ভাবনা বেশি। যদি ভারত এক স্পিনার খেলায় তা হলে জাডেজার পাশে যশস্বীও বল করতে পারবেন। পুরো দায়িত্ব একা জাডেজার কাঁধে পড়বে না। তবে সেখানে জাডেজার সঙ্গে লড়াই হবে ওয়াশিংটন সুন্দরের। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভাল বল করায় তাঁকেও খেলানো হতে পারে।

Advertisement

প্রথম টেস্ট থেকে বাদ পড়েছেন শুভমন গিল। তাঁর বাঁহাতের বুড়ো আঙুলের হাড়ে চিড় ধরেছে। অধিনায়ক রোহিত শর্মাও প্রথম টেস্টে খেলবেন কি না তা নিশ্চিত নয়। তিনি না খেললে টপ অর্ডারে অভিমন্যু ঈশ্বরণের অভিষেক হতে পারে। তিনি বা লোকেশ রাহুলের মধ্যে এক জন ওপেন করবেন। এক জন তিন নম্বরে নামবেন। চার পেসার খেলালে যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ ও প্রসিদ্ধ কৃষ্ণ খেলবেন। সব রকম পরিকল্পনা তৈরি রাখতে চাইছেন গম্ভীরেরা। সেই কারণেই বল করতে দেখা গিয়েছে যশস্বীকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement