Sourav Ganguly On Rohit Sharma

‘আমি রোহিতের জায়গায় থাকলে খেলতাম,’ পার্‌থে শর্মার খেলা নিয়ে ধোঁয়াশার মাঝেই বার্তা সৌরভের

পার্‌থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিত শর্মার খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সদ্য পুত্র হয়েছে তাঁর। এই পরিস্থিতিতে রোহিতকে পরামর্শ দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১০:১৬
Share:

(বাঁ দিকে) রোহিত শর্মা। সৌরভ গঙ্গোপাধ্যায় (ডান দিকে)। —ফাইল চিত্র।

রোহিত শর্মা কি প্রথম টেস্টে খেলবেন? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ় শুরুর আগে সেটাই লাখ টাকার প্রশ্ন। সদ্য পুত্র হয়েছে তাঁর। এই পরিস্থিতিতে রোহিতকে পরামর্শ দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে রোহিতের উচিত শীঘ্রই অস্ট্রেলিয়া চলে যাওয়া। তিনি রোহিতের জায়গায় থাকলে খেলতেন বলেও জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

Advertisement

সৌরভের মতে, অধিনায়ক রোহিতের ভারতকে প্রয়োজন। তিনি বলেন, “আমি আশা করছি রোহিত খুব তাড়াতাড়ি অস্ট্রেলিয়া চলে যাবে। ওর নেতৃত্ব দলের প্রয়োজন। ওর পুত্র হয়েছে। এ বার ও যেতে পারে। আমি যদি ওর জায়গায় থাকতাম তা হলে পার্‌থে খেলতাম।”

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ় জিততে হবে ভারতকে। সেখানে রোহিতের মতো অভিজ্ঞ ক্রিকেটারের খুব প্রয়োজন বলে মনে করেন সৌরভ। তিনি বলেন, “প্রথম টেস্ট শুরু হতে এখনও প্রায় এক সপ্তাহ বাকি। পাঁচ টেস্টের সিরিজ়ের শুরুটা ভাল হওয়া দরকার। রোহিত দুর্দান্ত অধিনায়ক। তাই ভারতের শুরু থেকেই ওকে প্রয়োজন।”

Advertisement

নিউ জ়িল্যান্ডের কাছে চুনকাম হয়েছে ভারত। ঘরের মাঠে ০-৩ হারের ধাক্কা কাটিয়ে উঠে অস্ট্রেলিয়ায় তাদের বিরুদ্ধে জেতা কঠিন। নিউ জ়িল্যান্ড সিরিজ় শেষে রোহিত জানিয়েছিলেন, পার্‌থে প্রথম টেস্টে তাঁর খেলা অনিশ্চিত। তখনই জানা গিয়েছিল, দ্বিতীয় বার বাবা হতে চলেছেন তিনি। শুক্রবার তাঁর স্ত্রী রীতিকা দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। এই সময় পরিবারের সঙ্গে থাকতে চেয়েছিলেন তিনি। প্রথমে জানা গিয়েছিল, পার্‌থ টেস্ট শুরু হওয়ার সময়ই রোহিতের দ্বিতীয় সন্তান হবে। কিন্তু কয়েক দিন আগেই সন্তানের জন্ম হয়েছে। ফলে এখনও খেলতে যাওয়ার সময় রয়েছে তাঁর। সেই কারণেই রোহিতকে অস্ট্রেলিয়া যাওয়ার পরামর্শ দিয়েছেন সৌরভ।

পার্‌থ টেস্ট থেকে বাদ পড়েছেন শুভমন গিল। তাঁর বাঁ হাতের বুড়ো আঙুলের হাড়ে চিড় ধরেছে। ফলে টপ অর্ডারে এক জন অন্য ব্যাটারকে খেলাতে হবে। এর পরে যদি রোহিতও না খেলেন তা হলে ওপেনেও এক জন ব্যাটার লাগবে। সে ক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ের শুরুতেই কিছুটা পিছিয়ে নামবে ভারত। বেশি দায়িত্ব থাকবে বিরাট কোহলি ও ঋষভ পন্থের উপর। এখন দেখার সিরিজ় শুরুর আগে রোহিত অস্ট্রেলিয়ায় যান কি না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement