প্যাট কামিন্স। —ফাইল চিত্র।
সরু সুতোর উপর ঝুলছে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন। শুক্রবার থেকে সিডনিতে সিরিজ়ের শেষ টেস্ট খেলতে নামছে ভারত। তার আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আশা বৃদ্ধি পেল তাদের। নেপথ্যে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের একটি বড় সিদ্ধান্ত।
সিডনিতে যদি ভারত জেতে তা হলে বর্ডার-গাওস্কর সিরিজ় ২-২ ড্র হবে। তার পরেও ভারতকে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দিকে। এই সিরিজ়ের পর শ্রীলঙ্কার মাটিতে তাদের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ় খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজ় শ্রীলঙ্কা ২-০ জিতলে তবেই ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে। শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না কামিন্স। ফলে কিছুটা হলেও আশা বেড়েছে ভারতের।
চলতি সিরিজ়েই দেখা গিয়েছে, ব্যাটিং, বোলিং ও অধিনায়কত্বে ভারতকে চাপে ফেলেছেন কামিন্স। সম্প্রতি তাঁর মাতৃবিয়োগ হয়েছে। পাশাপাশি দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে তাঁর। ফলে বর্ডার-গাওস্কর ট্রফির পর পরিবারের সঙ্গে সময় কাটাতে চান কামিন্স।
সিডনি টেস্টের আগে এই বিষয়ে কামিন্স বলেন, “কোনটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের বুঝতে হয়। এখন আমার মনে হয়েছে, পরিবারের সঙ্গে সময় কাটানো উচিত। কারণ, আমার জীবনে ক্রিকেটের যতটা গুরুত্ব, ঠিক ততটাই পরিবারের। যে দিন থেকে ক্রিকেট খেলছি, সে দিন থেকে বাবা-মা আমার সঙ্গে রয়েছে। এ রকম একটা দিনে তাই পরিবার থেকে দূরে যেতে পারব না।”
কামিন্স না থাকায় শ্রীলঙ্কার বিরুদ্ধে কিছুটা হলেও দুর্বল হবে অস্ট্রেলিয়া। সেই সুযোগ নিতে পারে শ্রীলঙ্কা। কারণ, তাদেরও একটা সুযোগ রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার। তবে তার আগে সিডনিতে ভারতকে জিততে হবে। নইলে শ্রীলঙ্কা জিতলেও কোনও লাভ হবে না তাদের।