পোষ্য ঘরের আনার আগে বাড়িতে কোন বদল দরকার? ছবি:ফ্রিপিক।
বহু দিনের ইচ্ছে একটি ছোট্ট সারমেয় বাড়িতে আনবেন। কী কিনবেন, কবে ঘরে আনবেন ঠিক করে ফেলেছেন। কিন্তু নতুন অতিথির জন্য বাড়ির আনাচকানাচে নজর দিয়েছেন কি?
১. পোষ্যের স্বাস্থ্যের কথা ভেবেই ঘরদোর পরিষ্কার রাখা দরকার। শীতের মরসুমে সারমেয় শাবক ঘরে আনলে আগে থেকেই পোষ্যের উপযোগী বিছানা, কম্বলের ব্যবস্থা করতে হবে। যেখানে তাকে রাখা হবে, সেই জায়গাটিতে বেশি ঠান্ডা না আসে সে দিকেও নজর দেওয়া দরকার। প্রয়োজনে মেঝেতে গালিচা পেতে রাখতে পারেন, জানলা বড় মোটা পর্দায় ঢেকে দিতে পারেন।
২.ছোট্ট চারপেয়ে চঞ্চল। বাড়িময় দৌড়ে বেড়়াতে গিয়ে ধাক্কা খেতে পারে, এমন কোনও জিনিস না রাখাই ভাল। বিশেষত, যে সমস্ত আসবাবপত্রের ধারালো কোনা রয়েছে, সেগুলি নিয়ে সতর্ক হওয়া দরকার। ঘরের কোনায় টুলের উপর ফুলদানি, মাটির মূর্তি সাজিয়ে রাখলেও সাবধান। সারমেয় লম্ফঝম্ফ করলে যদি সেই জিনিস উল্টে পড়ে তা হলে পোষ্যেরও আঘাত লাগতে পারে।
৩. সারমেয়র ছানার পোকামাকড় মুখে দিয়ে ফেলার প্রবণতা দেখা দেয়। মনুষ্যশিশুও যেমন না বুঝে হাতের কাছে পাওয়া জিনিস মুখে পুরে দেয়, তেমনটা করে কুকুরছানারাও। সব সময় মেঝে পরিষ্কার রাখা দরকার। আরশোলা, টিকটিকি, মাকড়সা বা অন্যান্য পোকামাকড় যাতে সারমেয়র চারপাশে না থাকে, খেয়াল করা প্রয়োজন।
৪. সামনেই যদি সিঁড়ি থাকে যেখান দিয়ে নামতে বা উঠতে গিয়ে সারমেয় পড়ে যেতে পারে অথবা পোষ্য আচমকা এ দিক-ও দিক চলে যেতে পারে বলে মনে হয়, তা হলে আগে থেকেই গেট কিনতে পারেন। পোষ্য যাতে নির্দিষ্ট জায়গাতেই ঘোরাফেরা করে বা খোলা দরজা দিয়ে বেরিয়ে যেতে না পারে সে জন্য এই ধরনের গেট ব্যবহার হয়।
৫. পোষ্যকে ঘরে আনলে তাকে খেলার জায়গা দিতে হবে। সারমেয়র পছন্দ হবে এমন খেলনা, জিনিসপত্র তার কাছে দিতে পারেন। তবে যে কোনও জিনিস নয়, পোষ্যের জন্য তৈরি এমন খেলনাই বেছে নিন।