নেট রানরেটে আফগানিস্তান, নিউজিল্যান্ডকে টপকে গেল ভারত। ছবি: পিটিআই
দরকার ছিল বিরাট ব্যবধানে জয়। টসের সময় সেই কথাই বলেছিলেন অধিনায়ক। সেটাই করে দেখাল দল। স্কটল্যান্ডকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে ম্যাচ জিতল ভারত। নেট রানরেটে আফগানিস্তান, নিউজিল্যান্ডকে টপকে গেল ভারত।
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কোহলী। দ্রুত স্কটল্যান্ডকে ফেরানোর কথা বলেছিলেন তিনি। সেটাই করলেন যশপ্রীত বুমরারা। তিনটি করে উইকেট নেন মহম্মদ শামি এবং রবীন্দ্র জাডেজা। দু’টি উইকেট নেন বুমরা। একটি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। মাত্র ৮৫ রানে শেষ হয়ে যায় স্কটল্যান্ড।
সেই রান তোলার জন্য কোনও চিন্তার কারণ ছিল না রোহিত শর্মাদের কাছে। লক্ষ্য ছিল নেট রানরেট বাড়িয়ে নেওয়া। সেটাই করলেন রোহিত (১৬ বলে ৩০ রান) এবং লোকেশ রাহুল (১৯ বলে ৫০ রান)। ৫ ওভারেই ৭০ রান তুলে ম্যাচ পকেটে ভরে নেন তাঁরা। যদিও দু'জনের কেউই শেষ অবধি থাকতে পারলেন না।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
ছয় মেরে ম্যাচ জেতান সূর্যকুমার যাদব। ম্যাচের সেরা হন জাডেজা। বিরাট জয়ের ফলে আফগানিস্তান এবং নিউজিল্যান্ডকে টপকে গেল ভারত।
গ্রাফিক: শৌভিক দেবনাথ