শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৭৭ রান তোলে ভারত। যষ্টিকা ভাটিয়া করেন ৫৯ রান। মিতালি নিজে ৬৮ রান করেন। হরমনপ্রীত কৌর অপরাজিত থাকেন ৫৭ রানে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তবু হারতে হল ভারতকে। ৬ উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতে নেন মেগ ল্যানিংরা।
—ফাইল চিত্র
ব্যাট হাতে বড় রান তুলেও অস্ট্রেলিয়াকে হারাতে পারল না ভারত। সেই হারের কারণ পর্যালোচনা করতে গিয়ে ভারত অধিনায়ক মিতালি রাজ দোষ দিচ্ছেন ফিল্ডারদের। বোলারদের দিন খারাপ ছিল সেটাও মেনে নিচ্ছেন তিনি।
শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৭৭ রান তোলে ভারত। যষ্টিকা ভাটিয়া করেন ৫৯ রান। মিতালি নিজে ৬৮ রান করেন। হরমনপ্রীত কৌর অপরাজিত থাকেন ৫৭ রানে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তবু হারতে হল ভারতকে। ৬ উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতে নেন মেগ ল্যানিংরা। অস্ট্রেলিয়ার অধিনায়ক করেন ৯৭ রান। ওপেনার এলিসা হিলি করেন ৭২ রান। শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৮ রান। ঝুলন গোস্বামীর ওভারে সহজেই সেই রান তুলে নেন বেথ মুনি। ম্যাচ শেষে মিতালি বলেন, “হারলে সব সময়ই মনে হয় ১০-১৫ রান কম হয়েছিল। অস্ট্রেলিয়া যে ভাবে ব্যাটিং শুরু করেছিল, সেখানেই এগিয়ে যায় ওরা। প্রয়োজনের সময় ফিল্ডাররা বোলারদের সাহায্য করতে পারেনি। এটা এমন একটা দিন যখন বোলাররা ঠিক মতো খেলতে পারেনি। শেষ চার-পাঁচ ম্যাচে ওরা ভাল খেলেছিল। ব্যাটাররা খেলতে পারলেও বোলাররা ফেল করল।”
৫ ম্যাচে ভারতের সংগ্রহ ৪ পয়েন্ট। সেমিফাইনালে যেতে হলে শেষ দুই ম্যাচে জিততেই হবে ভারতকে। মিতালি বলেন, “শেষ দুই ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সব বিভাগে আমাদের ভাল করতে হবে। পরের দুটো ম্যাচ আমাদের জিততেই হবে।” ঝুলন গোস্বামীর প্রশংসা করেন মিতালি। তিনি বলেন, “ওর অভিজ্ঞতা আমাদের দলের সম্পদ। এক জন পেস বোলার হিসেবে ২০০ ম্যাচ খেলা সত্যিই বড় কৃতিত্ব। এর জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। ভারতের তরুণ মেয়েদের জন্য ঝুলন এক আদর্শ।”