এ বছর ইস্টবেঙ্গলের স্থানীয় লিগে খেলার কথা ছিল দেবজ্যোতির। কৃষ্ণনগর চৌরাস্তায় বাড়ি হলেও বরানগর অ্যাডামাস ক্লাবে নিয়মিত প্র্যাকটিস করতেন তিনি। গত বছর কলকাতা লিগে রানার্স হওয়া রেলওয়েজের হয়ে মাঝমাঠে তাঁর খেলা নজর কেড়েছিল ইস্টবেঙ্গলের। পরিবারের এক মাত্র সন্তান দেবজ্যোতি। অভাবের সংসার চলত তাঁর উপার্জনেই।
দেবজ্যোতি ঘোষ। —নিজস্ব চিত্র
অকালেই প্রাণ হারালেন তরুণ ফুটবলার দেবজ্যোতি ঘোষ। কলকাতা লিগে রেলওয়েজ এফসি-র হয়ে খেলা দেবজ্যোতির বয়স ২৫ বছর। শনিবার নদিয়ার ধুবুলিয়া বেলপুকুর মাঠে এক ফুটবল প্রতিযোগিতায় খেলতে গিয়ে খেলার মাঠেই প্রাণ হারালেন তিনি। আগামী বছর ইস্টবেঙ্গলে খেলার কথা ছিল দেবজ্যোতির।
নবদ্বীপ সেবক সমিতি এবং কৃষ্ণনগর সেন্ট্রাল ক্লাবের মধ্যে খেলা চলছিল বেলপুকুর মাঠে। সেখানে তাঁর বুকে বল লাগে। মাঠেই পড়ে যান দেবজ্যোতি। বমি করতে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে ধুবুলিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শারীরিক অবস্থার অবনতি দেখে কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেয়। কিন্তু সেই হাসপাতালে পৌঁছলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। রেলওয়েজের কোচ রাজু দত্ত আনন্দবাজার অনলাইনকে বললেন, “শারীরিক কোনও সমস্যা ছিল না। খুব ভাল ফুটবলার ছিল। ওর মতো ভদ্র খেলোয়াড় আমি দেখিনি। ইস্টবেঙ্গলের স্থানীয় লিগে খেলার কথা ছিল পরের মরসুমে।”
এ বছর ইস্টবেঙ্গলের স্থানীয় লিগে খেলার কথা ছিল দেবজ্যোতির। কৃষ্ণনগর চৌরাস্তায় বাড়ি হলেও বরানগর অ্যাডামাস ক্লাবে নিয়মিত প্র্যাকটিস করতেন তিনি। গত বছর কলকাতা লিগে রানার্স হওয়া রেলওয়েজের হয়ে মাঝমাঠে তাঁর খেলা নজর কেড়েছিল ইস্টবেঙ্গলের। পরিবারের এক মাত্র সন্তান দেবজ্যোতি। অভাবের সংসার চলত তাঁর উপার্জনেই।