Pooja Vastrakar

ICC Women’s World Cup 2022: প্রথম বার ম্যাচের সেরার পুরস্কার নিয়ে তাঁর ভাল লাগার কথা জানালেন পূজা

ব্যাট করার সময় পায়ে টান লাগে পূজার। মাটিতে বসে পড়েছিলেন তিনি। ৫৪ রানে ব্যাট করার সময় টান লাগে তাঁর। সেই নিয়েও খেলা চালিয়ে যান তিনি। ৫৯ বলে ৬৭ রান করেন পূজা। ম্যাচ শেষে মিতালি বলেন, “আমাদের হাতে দু’দিন সময় আছে। আশা করব পূজা ফিট হয়ে যাবে পরের ম্যাচের আগে।”

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২২ ১৫:০২
Share:

ম্যাচের সেরা পূজা। ছবি: টুইটার থেকে

পাকিস্তানের বিরুদ্ধে ১০৭ রানে জিতল ভারত। ম্যাচের সেরা হলেন ৬৭ রান করা পূজা বস্ত্রকার। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বার ম্যাচের সেরা হলেন তিনি। বিশ্বকাপের মঞ্চে সেই পুরস্কার পেয়ে আপ্লুত পূজা। তবে চিন্তা রয়ে গেল তাঁর চোট নিয়ে।

ম্যাচ শেষে সেরার পুরস্কার হাতে নিয়ে পূজা বলেন, “আমার প্রথম ম্যাচ সেরার পুরস্কার, সেটাও আবার বিশ্বকাপের মঞ্চে। আমার লক্ষ্য ছিল দলের রান ২০০-র উপরে নিয়ে যাওয়া। আমার ব্যাটিংকে সেই ভাবনা মাথায় রেখেই সাজিয়েছিলাম। চাপের মধ্যে ব্যাট করতে ভালবাসি। ঘরোয়া ক্রিকেটে কোচরা আমাকে চাপের মুখেই ব্যাট করতে পাঠাতেন। ব্যাটাররা বলেছিল পিচ মন্থর, তাই খুব বড় রানের কথা না ভাবলেও চলবে।”

Advertisement

ব্যাট করার সময় পায়ে টান লাগে পূজার। মাটিতে বসে পড়েছিলেন তিনি। ৫৪ রানে ব্যাট করার সময় টান লাগে তাঁর। সেই নিয়েও খেলা চালিয়ে যান তিনি। ৫৯ বলে ৬৭ রান করেন পূজা। ম্যাচ শেষে মিতালি বলেন, “আমাদের হাতে দু’দিন সময় আছে। আশা করব পূজা ফিট হয়ে যাবে পরের ম্যাচের আগে।”

ব্যাট হাতে পূজা ছাড়াও রান করেছেন স্মৃতি মন্ধানা (৫২) এবং স্নেহ রানা (অপরাজিত ৫৩)। দু’টি উইকেটও পেয়েছেন স্নেহ। ম্যাচের সেরা হওয়ার দাবিদার ছিলেন তিনিও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement