কেএল রাহুল এবং বিরাট কোহলি। ছবি: পিটিআই।
নতুন বছরটা এ বার বিদেশেই কাটাতে হবে ভারতীয় ক্রিকেটারদের। বিরাট কোহলি, রোহিত শর্মা-সহ প্রথম সারির সব ক্রিকেটারই দক্ষিণ আফ্রিকায় সিরিজ় খেলতে ব্যস্ত। ভারত এ দলও সে দেশেই রয়েছে। ফলে বেশির ভাগ ক্রিকেটারই এখন রামধনুর দেশে। কিন্তু প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর ভারতীয় দলের পরিবেশ এখন মোটেই আনন্দদায়ক নয়। তাই নতুন বছরের উদ্যাপন কী ভাবে হবে, তা নিয়ে এখনও কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।
একাধিক সংবাদমাত্র সূত্রে খবর, নতুন বছর নিয়ে বাড়াবাড়ি কোনও উদ্যাপনে রাজি নয় ভারতীয় দল। এমনিতে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন শহরে ছোটখাটো অপরাধ লেগেই থাকে। ডাকাতি, চুরি, ছিনতাই নতুন নয়। ফলে বাইরে কোথাও ঘুরতে যাওয়া মুশকিলের। কিন্তু নিরাপত্তা নিয়ে এখনও ভারতীয় দলকে সে ভাবে কোনও নির্দেশ দেওয়া হয়নি। সাধারণ নিরাপত্তার নির্দেশিকা রয়েছে। অতিরিক্ত নিরাপত্তা নেই।
জানা গিয়েছে, কেপ টাউনে রবিবারই পৌঁছবেন ভারতীয় ক্রিকেটারেরা। কিন্তু সে দিন সন্ধ্যায় বা রাতে কোনও ক্রিকেটারই নতুন বছরের উদ্যাপনে মাতবেন না। কেপ টাউনের ওয়াটারফ্রন্টে অনেক উৎসব, উচ্ছ্বাসের আয়োজন করা হয়। তবে ক্রিকেটারেরা কেউই সেখানে যাবেন না। যদিও কেপ টাউন অনেক বেশি নিরাপদ।
ক্রিকেটারেরা বেশির ভাগই নিজেদের পরিবারের সঙ্গে এসেছেন। তাঁরা নিজেদের ঘর থেকেই নতুন বছরকে স্বাগত জানাবেন। রিঙ্কু সিংহকে প্রথম টেস্টে দলে নেওয়া হয়েছিল। তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। এ বার ভারতের এ দলে যোগ দেবেন তিনি।