লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসাদেসের বহুতলে আগুন। ছবি: ভিডিয়ো থেকে।
দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘরের চারপাশের জানলা দিয়ে দেখা যাচ্ছে সেই আগুনের শিখা। জানলা বন্ধ থাকায় আগুন ভিতরে ঢুকতে পারেনি বটে, তবে কাচ ভেঙে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। আগুনের দাপটে চারদিক ধোঁয়ায় ঢেকে গিয়েছে। আর ঘরের ভিতর থেকে তা দেখে ছটফট করছে পোষ্য কুকুর। প্রাণের ভয় তার চোখেমুখে। ঘরে তার সঙ্গে রয়েছেন দুই যুবকও। তাঁদের মধ্যেই এক জন সেই মুহূর্ত ভিডিয়োবন্দি করেছেন। যা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ক্যালিফর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসাদেস এলাকায় মঙ্গলবার দাবানলের আগুন ছড়িয়ে পড়ে। ওই এলাকার বহুতলে বহু জনপ্রিয় তারকারও বাস। আগুনে অনেক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। অন্তত ৩০ হাজার মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে প্রশাসন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সেখানকার একটি বহুতলে দুই যুবক এবং পোষ্য আটকে পড়েছিলেন (ভাইরাল ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
ভিডিয়োয় দেখা গিয়েছে, চারপাশে আগুন দেখে আতঙ্কে সিঁটিয়ে গিয়েছে পোষ্য কুকুরটি। ঘরের ভিতরেই সে ছোটাছুটি করে বেড়াচ্ছে। অনেকেই তাঁদের জন্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভিডিয়োর কমেন্টবক্সে। এক জন ভিডিয়োটি শেয়ার করে জানিয়েছেন, দুই যুবক এবং তাঁদের পোষ্যকে নিরাপদে ওই বহুতল থেকে বার করে আনা গিয়েছে বলে তিনি শুনেছেন। তবে আনুষ্ঠানিক ভাবে তিন জনের পরিণতি কেউ নিশ্চিত করতে পারেননি। তাঁদের সুস্থতার জন্য সমাজমাধ্যমেই অনেকে প্রার্থনা করেছেন।