রোহিত শর্মা। — ফাইল চিত্র।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ইনিংসে হেরে গিয়েছে ভারত। দ্বিতীয় টেস্ট শুরু হতে চলেছে ৩ জানুয়ারি থেকে। ভারতের কাছে একমাত্র সম্ভাবনা সিরিজ় ড্র রাখার। কিন্তু কেপ টাউনে পরের টেস্টে জিতলেও ভারত ট্রফি ভাগ করে নিতে পারবে না। তা থেকে যাবে দক্ষিণ আফ্রিকার কাছেই।
ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ়ের ট্রফির নাম রাখা হয়েছে গান্ধী-ম্যান্ডেলা ট্রফি। আগে এই ট্রফির নাম ছিল ফ্রিডম ট্রফি। ২০২২ সালে ফ্রিডম ট্রফি জিতেছিল দক্ষিণ আফ্রিকা। তারা সিরিজ় জিতেছিল ২-১ ব্যবধানে।
নিয়ম অনুযায়ী, যদি কোনও সিরিজ় ড্র হয় তা হলে আগে যারা এই ট্রফি জিতেছিল তারাই সেটি রেখে দেয়। তাই ভারত এ বারের সিরিজ় ড্র করলেও ট্রফি যুগ্ম ভাবে ভাগ করে দেওয়া হবে না। কারণ গত বার দক্ষিণ আফ্রিকা জিতেছিল। ঠিক এ ভাবেই এ বছরের মাঝামাঝি ইংল্যান্ড অ্যাশেজ় সিরিজ় ড্র করলেও ট্রফি জিততে পারেনি। কারণ আগের বার সিরিজ় জিতেছিল অস্ট্রেলিয়া। তারাই ট্রফি ধরে রেখেছে।
প্রথম টেস্টে ব্যাটিং এবং বোলিং, দুই বিভাগেই ব্যর্থতার কারণে হারতে হয়েছে ভারতকে। প্রথম ইনিংসে কোনও মতে কেএল রাহুলের শতরানের সৌজন্যে ২৪৫ রান তুলেছিল তারা। কিন্তু ডিন এলগারের দুর্দান্ত শতরান দক্ষিণ আফ্রিকাকে ভদ্রস্থ রানে পৌঁছে দেয়। দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় বার ব্যাট করাতে পারেনি ভারত। নান্দ্রে বার্গার, কাগিসো রাবাডা এবং মার্কো জানসেনের পেস বোলিংয়ের দাপটে ইনিংস এবং ৩২ রানে হারে তারা।