Viral Video

মঞ্চে উঠে গায়কের ঠোঁটে ঠোঁট তরুণীর, নেটপ্রভাবী স্ত্রীর কাণ্ডে বিচ্ছেদ দিলেন স্বামী, রইল ভিডিয়ো

ব্যান্ডের মূল গায়ক রোমিয়ো স্যান্টোসের সঙ্গে গান গাইতে দেখা গিয়েছে এক তরুণীকে। হঠাৎ মাইক সরিয়ে গায়ককে চুমু খেতে শুরু করেন তরুণী। তার পর গায়কের পাশে বসেন। গায়কের পায়ের উপর হাত রেখে গান গাইতে শুরু করেন তরুণী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ১৪:০৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বহু দিন ধরেই ব্যান্ডের গায়কের অনুরাগী তরুণী। স্বামী, সন্তান নিয়ে সংসার তাঁর। পেশায় নেটপ্রভাবী তিনি। তাঁর পছন্দের ব্যান্ড কনসার্টের আয়োজন করেছে শুনে আর উত্তেজনা সামলে রাখতে পারেননি তিনি। স্বামীকে নিয়ে কনসার্ট দেখতে পৌঁছে যান তিনি। তরুণী যে ব্যান্ডের গায়কের একনিষ্ঠ অনুরাগী, তা জানতে পেরে প্রভাবী তরুণীর ডাক পড়ে মঞ্চে। গায়কের সঙ্গে যুগলবন্দি গাওয়ার সুযোগ পান তরুণী। কিন্তু গান গাওয়ার মাঝে গায়কের ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিলেন তিনি।

Advertisement

ভরা মঞ্চে স্ত্রীকে অন্য পুরুষের ঠোঁটে চুমু খেতে দেখে রেগে যান তাঁর স্বামী। ১০ বছরের সংসারে ইতি টানার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তরুণীর স্বামী। সমাজমাধ্যমে কনসার্টের তরুণীর চুম্বনদৃশ্যের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

‘ক্লেইক্স’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যায়, মঞ্চে একটি উঁচু জায়গায় বসে রয়েছেন ‘অ্যাভেঞ্চুরা’ ব্যান্ডের সদস্যেরা। সেই ব্যান্ডের মূল গায়ক রোমিও সান্টোসের সঙ্গে গান গাইতে দেখা যায় এক তরুণীকে। হঠাৎ মাইক সরিয়ে গায়ককে চুমু খেতে শুরু করেন তরুণী। তার পর গায়কের পাশে বসেন তিনি। গায়কের পায়ের উপর হাত রেখে গান গাইতে শুরু করেন তরুণী।

Advertisement

তার পর তরুণীর হাত নিয়ে সেখানে চুমু এঁকে দেন গায়ক। ঘটনাটি ডিসেম্বর মাসে ডমিনিকান রিপাবলিকে ঘটেছে। তরুণীর নাম মিরিয়াম ক্রুজ়। ‘অ্যাভেঞ্চুরা’ ব্যান্ডের গান শুনতে ভালবাসেন মিরিয়াম। তবে রোমিওর প্রতি তাঁর অনুভূতি ভিন্ন। তাই আবেগের বশে রোমিওকে ভরা মঞ্চে চুমু খেয়ে ফেলেন তিনি। এই দৃশ্য দেখে মিরিয়ামকে বিবাহবিচ্ছেদ দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁর স্বামী।

সেই প্রসঙ্গে মিরিয়াম জানিয়েছেন, বিবাহবিচ্ছেদ হচ্ছে বলে তাঁর মনখারাপ হচ্ছে ঠিকই। কিন্তু রোমিওকে চুমু খেয়েছেন বলে কোনও অনুশোচনা নেই। তিনি রোমিওকে মানুষ হিসাবে ভালবাসেন। তাই চুমু খেয়ে ফেলেছিলেন তিনি। এ যেন তাঁর কাছে স্বপ্নপূরণের মতো। এমনটাই দাবি মিরিয়ামের।

তবে ভিডিয়োটি দেখার পর সমালোচনার শিকার হয়েছেন মিরিয়াম। নেটব্যবহারকারীদের একাংশ জানিয়েছেন যে, গায়ককে এ ভাবে চুমু খেয়ে তিনি ঠিক করেননি। আবার নেটাগরিকদের একাংশ বলেন, ‘‘তোমার কোনও দোষ নেই। তোমার জায়গায় হয়তো আমিও স্বপ্নের মানুষের পাশে দাঁড়িয়ে এমন কাজই করতাম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement