ভারতের টেস্ট দল। — ফাইল চিত্র।
পরের বছরের মাঝামাঝি ইংল্যান্ড সফরে যাবে ভারত। সেই সফরের সূচিও ঘোষণা হয়েছে। পাঁচ টেস্টের সেই সিরিজ়ের একটি টেস্টের প্রথম চার দিনের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। অ্যাশেজ়ের পর এই প্রথম বার সিরিজ় শুরুর আগে ইংল্যান্ডে অনুষ্ঠেয় কোনও টেস্টের প্রথম চার দিনের টিকিট বিক্রি হল।
এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় খেলছে ভারত। পরের বছর ইংরেজদের বিরুদ্ধে যে সিরিজ়টি রয়েছে, সেটি পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। ভারত যদি এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে, তা হলে সেই ম্যাচটি খেলার পরেই ইংল্যান্ড সফর শুরু হয়ে যাবে।
আগামী ২০ জুন থেকে ৪ অগস্ট পর্যন্ত ইংল্যান্ড সিরিজ় চলবে। ২০ জুন লিডসে প্রথম টেস্ট। তার পর ২ জুলাই থেকে খেলা শুরু বার্মিংহামের এজবাস্টনে। এই টেস্টেরই প্রথম চার দিনের টিকিট বিক্রি হয়েছে। উল্লেখ্য, বার্মিংহামে প্রচুর ভারতীয় থাকেন। এখন থেকেই টেস্ট নিয়ে তাদের আগ্রহ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। এর পরের তিনটি টেস্ট যথাক্রমে লর্ডস (১০-১৪ জুলাই), ম্যাঞ্চেস্টার (২৩-২৭ জুলাই) এবং ওভাল (৩১ জুলাই থেকে ৪ অগস্ট)।
শেষ বার ২০২১ সালে ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারত। চার টেস্টের পর ২-১ ব্যবধানে এগিয়েছিল তারা। তবে পঞ্চম টেস্ট কোভিডের কারণে স্থগিত হয়ে যায়। পরের বছর, ২০২২ সালে জুলাই মাসে সেই টেস্টটি খেলা হয়। সেই ম্যাচে হেরে যায় ভারত।