Golf Green Murder

দক্ষিণ কলকাতার গল্ফগ্রিনে উদ্ধার তরুণীর গলাকাটা দেহ, মৃতার ভাইপোকে গ্রেফতার করল পুলিশ

বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ গল্ফ গ্রিনের রাজেন্দ্র প্রসাদ কলোনি এলাকায় নিজের বাড়ি থেকেই ওই তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। বাড়ির খাটের নীচে গলা কাটা অবস্থায় তাঁর দেহ মেলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১১:০৬
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

দক্ষিণ কলকাতার গল্ফগ্রিনে তরুণীর রহস্যমৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে মৃতার ভাইপোকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, টাকা নিয়ে বচসার জেরেই এই খুন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সাবির আলি। নিহত তরুণীর দাদা আতেব আলির ছেলে সাবির হরিদেবপুরের ঢালিপাড়া এলাকার বাসিন্দা। ধৃতকে জেরার পর পুলিশ জানতে পেরেছে, সম্প্রতি ওই তরুণীর থেকে ১০ হাজার টাকা ধার চেয়েছিলেন সাবির। কিন্তু বেঁকে বসেন ওই তরুণী। শুধু তা-ই নয়, ওই যুবককে অপমানও করেন। সেখানেই এক প্রস্ত বচসা শুরু হয়ে যায় দু’জনের। বচসা গড়ায় হাতাহাতিতে। এক পর্যায়ে তরুণী আত্মরক্ষার জন্য রান্নাঘর থেকে ছুরি নিয়ে এগিয়ে আসেন। তখনই রাগের মাথায় তরুণীর হাত থেকে ছুরি কেড়ে নিয়ে তাঁকে কোপাতে শুরু করেন সাবির। তার পর তরুণীর দেহ খাটের নীচে লুকিয়ে রেখে এলাকা ছেড়ে চম্পট দেন।

বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ গল্ফ গ্রিনের রাজেন্দ্র প্রসাদ কলোনি এলাকায় নিজের বাড়ি থেকেই ওই তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। বাড়ির খাটের নীচে গলা কাটা অবস্থায় তাঁর দেহ মেলে। খুনের মামলা রুজু করে শুরু হয় তদন্ত। তরুণী তাঁর মায়ের সঙ্গে ওই এলাকায় গল্ফগ্রিন থানার কাছেই থাকতেন। তাঁর বয়স ৪০-এর কোঠায়। স্থানীয় একটি ক্যাফেতে কাজ করতেন তরুণী। তাঁর মা-ও একটি চায়ের দোকানে কাজ করতেন। স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুর থেকে তরুণীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি ক্যাফেতেও যাননি। ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি মা। পরে খাটের নীচ থেকে রক্ত গড়িয়ে আসতে দেখা যায়। সেখান থেকেই দেহ উদ্ধার হয় তরুণীর। মৃতার দেহে ধারালো অস্ত্রের একাধিক ক্ষত ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গল্ফগ্রিন থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এলাকার বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। এর পরেই মৃতার ভাইপো সাবিরকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement