ব্রিসবেনের গাব্বা স্টেডিয়াম। ছবি: সমাজমাধ্যম।
এ বারের ‘ক্রিসমাস’ বা বড়দিন অস্ট্রেলিয়ায় কাটাবে ভারতীয় দল। তবে সেই দিন তারা আনন্দ করবে, না দুঃখে থাকবে, তা নির্ভর করছে ব্রিসবেন টেস্টের পারফরম্যান্সের উপর। অ্যাডিলেডে অস্ট্রেলিয়া সমতা ফেরানোর পর ভারতের বড়দিনের পার্টি ভেস্তে দিতে মরিয়া হয়ে রয়েছে। সে কারণেই ব্রিসবেনে বরাবরের মতোই গতি এবং বাউন্স সমৃদ্ধ পিচ বানানো হচ্ছে। প্রথাগত পিচই থাকছে রোহিত শর্মাদের জন্য।
বড়দিনের আগে এবং পরে গাব্বায় অস্ট্রেলিয়ার পারফরম্যান্স সম্পূর্ণ বিপরীত। কেন আগে বার বার অস্ট্রেলিয়ার অধিনায়কেরা বড়দিনের আগে গাব্বায় খেলতে চাইতেন তা পরিসংখ্যানে চোখ রাখলেই বোঝা যাবে। বড়দিনের আগে গাব্বায় ৬১টি টেস্ট খেলে মাত্র সাত বার হেরেছে অস্ট্রেলিয়া। বড়দিনের পর পাঁচটি খেলে তিনটিতেই হেরেছে। তার মধ্যে গত তিন বছরে দু’টি।
২০২০-২১ সফরে ভারত জিতেছিল গাব্বায়। ১৯৮৮ সালে প্রথম বার অস্ট্রেলিয়া হেরেছিল সেই মাঠে। তার পর এ বছরের জানুয়ারিতে তারা হেরেছে ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে। ভারতের বিরুদ্ধে কোনও ভুল করতে চাইছে না তারা।
গাব্বার পিচ নির্মাতা ডেভিড সান্ডরুস্কি বলেছেন, “বছরের বিভিন্ন সময়ে পিচ বিভিন্ন রকম আচরণ করে। মরসুমের পরের দিকে পিচে ক্ষত তৈরি হয়ে যায়। তবে শুরুর দিকে খেললে পিচ অনেক তরতাজা থাকবে। পিচ থেকে বোলারেরা সাহায্যও পাবে।”
তবে পিচে যে আলাদা কোনও বদল আনেন না, সেটা পরিষ্কার করে দিয়েছেন তিনি। প্রথামাফিক উইকেটই থাকবে, যেখানে দেখা যাবে গতি এবং বাউন্সের সমাহার। সান্ডুরস্কি বলেছেন, “প্রত্যেক বার আমরা একই রকম পিচ তৈরি করার চেষ্টা করি। বল ঠিক ভাবে ব্যাটে যাবে, পেস এবং বাউন্সও থাকবে। এটার জন্যই তো গাব্বা পরিচিত।”
গত দু’দিন ধরে ব্রিসবেনে বৃষ্টি হয়েছে। ফলে অস্ট্রেলিয়া অনুশীলন করতে পারেনি। শুক্রবারও দিনের শেষ দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারত বুধবারই ব্রিসবেনে পৌঁছে গিয়েছে।